ঢাকা: ইতালিয়ান সিরিআ লিগে টানা পাঁচ ম্যাচ জয় বঞ্চিত থাকার পর জয়ের দেখা পেল এসি মিলান। ঘরের মাঠ সান সিরোতে শক্তিশালী রোমার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফিলিপ্পো ইনজাগির শিষ্যরা।
ম্যাচের ৪০ মিনিটে কেইসুকে হোন্ডার অ্যাসিস্টে গোল করে দলকে লিড এনে দেন মার্কো ভ্যান গিনকেল। আর বিরতির পর খেলার ৫৯ মিনিটে আবারো হোন্ডার পাস থেকে মাত্তি ডেসট্রো গোল করলে লিড দ্বিগুন করে স্বাগতিকরা।
তবে খেলার ৭২ মিনিটে মিলান ফুটবলার নিজেদের বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি আর পেনাল্টি থেকে রোমার অভিজ্ঞ ফুটবলার ফ্রান্সিসকো টট্রি গোল করলে ব্যবধান কমায় সফরকারীরা।
কিন্তু খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিলান। টানা পাঁচ ম্যাচে প্রথম দুটিতে ড্র করলেও শেষ তিনটিতে হেরেছিল এক সময়ের শীর্ষস্থানীয় দলটি। তবে অবশেষে হারের বৃত্ত ভাঙলো দলটি।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মে ১০, ২০১৫
এমএমএস