ঢাকা: ফ্রান্সের লিগ ওয়ানে এডিসন কাভানির হ্যাটট্রিকে গুইনগাম্পনের বিপক্ষে ৬-০ গোলের বিশায় জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আর এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থান মজবুত করলো গতবারের চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে এদিন খেলার দুই মিনিটেই কাভানির গোলে লিড নেয় পিএসজি। পরে উরুগুইয়ান এ তারকা ৫২ ও ৭০ মিনিটে আরো দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন।
মাঝে খেলার ১৮ মিনিটে নিজের প্রথম গোল করেন ইব্রা। পরে খেলার নির্ধারিত সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন সুইডিস এ তারকা। এছাড়া ম্যাচের ৫৬ মিনিটে ম্যাক্সওয়েল একটি গোল করেছিলেন।
নিজেদের ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান খেলায় ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে অলিম্পিক লিঁও। দু’দলই এ মৌসুমে আরো দুটি করে ম্যাচ খেলবে।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মে ১০, ২০১৫
এমএমএস