ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

হাসপাতাল ছাড়লেন পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, মে ১০, ২০১৫
হাসপাতাল ছাড়লেন পেলে পেলে

ঢাকা: মূত্রথলির সফল অস্ত্রোপচার শেষে শনিবার (০৯ মে) হাসাপাতাল ত্যাগ করেন ব্রাজিলের ফুটবল গ্রেট পেলে। তার অগণিত ভক্তদের জন্য সুসংবাদ হলো, অপারেশনের স্থানে ক্যান্সারের জীবাণুযুক্ত কোনো টিউমার পাওয়া যায়নি।



পেলের হাসপাতাল ছাড়ার বিষয়টি দায়িত্বরত চিকিৎসক-কর্মকর্তারা নিশ্চিত করেছেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বান্ধবীকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতাল থেকে বের হন। এ সময় উপস্থিত সাংবাদিকদের কিছুই বলতে রাজি হননি।

গত বৃহস্পতিবার (০৭ মে) ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত আলবার্ট আইনস্টেইন হাসাপাতালে ৭৪ বছর বয়সী ‘কালো মানিক’ খ্যাত পেলের সার্জারি সম্পন্ন করা হয়। অস্ত্রোপচারের পর তিনি সুস্থ রয়েছেন বলে পারিবারিক সূত্র থেকে জানানো হয়।

এছাড়াও হাসপাতাল সূত্রে জানানো হয়, মূত্রথলির একটি অংশ অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে। অস্ত্রোপচারের পর এক থেকে তিনদিন বিশ্রাম নিয়ে হাসপাতাল ত্যাগ করতে পারবেন পেলে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো পেলের অস্ত্রোপচার করা হয়েছে। গত বছরের শেষের দিকে তার কিডনি থেকে পাথর অপসারণ করা হয়েছিল। ওই সময়ে তিনবারের বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি দু’সপ্তাহ যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘন্টা, মে ১০, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।