ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আগুয়েরোর হ্যাটট্রিকে ম্যানসিটির গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ১০, ২০১৫
আগুয়েরোর হ্যাটট্রিকে ম্যানসিটির গোল উৎসব

ঢাকা: পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কুইন্স পার্ক রেঞ্জার্সকে রীতিমত বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিকে কিউপিআর’র বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় তুলে নেয় সিটিজেনরা।



ইতিহাদ স্টেডিয়ামে খেলা শুরুর চার মিনিটেই লিড নেয় ম্যানসিটি। মিডফিল্ডের সামনে থেকে বল নিয়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে অসাধারণ গোল উপহার দেন আগুয়েরো। ৩২ মিনিটে ফ্রি-কিক থেকে লিড দ্বিগুন করেন সার্বিয়ান ডিফেন্ডার আলেক্সান্ডার কোলারব। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের পঞ্চাশ মিনিটে কিউপিআর’র কর্ণার কিক ডিফেন্ডার পাবলো জাবালেতা হেডে ক্লিয়ার করলে বল পান ডেভিড সিলভা। সঙ্গে সঙ্গেই মিডফিল্ডে দাঁড়ানো আগুয়েরোর উদ্দেশ্যে বাড়িয়ে দেন। সেখান থেকে একাই বল নিয়ে গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

পনের মিনিট পর কিউপিআর মিডফিল্ডার ম্যাট ফিলিপস ডি-বক্সের মধ্যে সিলভাকে ট্যাকল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে হ্যাটট্রিক পূরণ করেন আগুয়েরো। ৭০ মিনিটে হ্যাটট্রিক ম্যান আগুয়েরোর বাড়ানো বলে গোলবারের সামনে থেকে বল জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার জেমস মিলনার।

নির্ধারিত সময়ের তিন মিনিট আগে বদলি থেলোয়াড় উইলফ্রেড বনির পাস থেকে গোলরক্ষককে কাটিয়ে গোল উৎসবের ইতি টানেন স্প্যানিশ মিডফিল্ডার সিলভা।

উল্লেখ্য, চেলসি আগেই প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করায় মূল লড়াইটা এখন দ্বিতীয় স্থানকে ঘিরে। ৩৬ ম্যাচ শেষে ২২ জয়, সাত ড্র ও সাত পরাজয়ে ৭৩ পয়েন্ট নিয়ে আর্সেনালকে হটিয়ে দুইয়ে ম্যানসিটি। অবশ্য, গানাররা দুই ম্যাচ কম খেলেই ৭০ পয়েন্ট অর্জন করেছে।

অপরদিকে, বিশবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ৩৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চার নম্বর অবস্থানে রয়েছে। এক ম্যাচ কম খেলে ম্যানইউর থেকে সাত পয়েন্টে পিছিয়ে পাঁচে লিভারপুল।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘন্টা, মে ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।