ঢাকা: অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও অ্যাতলেতিকো মাদ্রিদকে প্রায় রুখেই দিয়েছিল লেভান্তে। শেষ দিকে ফার্নান্দো তোরেসের গোলে রক্ষা পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
লেভান্তের মাঠে খেলার শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল উপহার দেয় অ্যাতলেতিকো। অপরদিকে স্বাগতিকরাও কম যায়নি। ৩২ মিনিটে ডিফেন্ডার ইভানের অ্যাসিস্ট থেকে লিড এনে দেন স্ট্রাইকার ডেভিড বারাল। তিন মিনিট পরই পর্তুগিজ মিডফিল্ডার থিয়াগোর বাড়ানো বলে সমতা আনেন অ্যাতলেতিকোর ডিফেন্ডার গিলের্মে সিকুইরা। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার কালু উছির গোলে আবারো লিড নেয় স্বাগতিকরা। এরপরই অতি রক্ষনাত্মক কৌশল বেছে নেয় লেভান্তে। কিন্তু, ৮০ মিনিটের সময় ঠিকই গোল আদায় করে নেয় দিয়েগো সিমিওনের শিষ্যরা। স্প্যানিশ মিডফিল্ডার কোকের কর্ণার কিক থেকে বুলেট গতির হেডে বল জালে জড়ান তোরেস।
সমতায় ফেরার পর জয়সূচক গোলের জন্য শত চেষ্টা করেও আর সফল হননি তুরান-গ্রিজম্যান-তোরেসরা। তাই নির্ধারিত সময় শেষে পয়েন্ট ভাগাভাগি করেই তাদের মাঠ ছাড়তে হয়।
মৌসুমের শেষ দিকে এসে এই ফলাফলে কিছুটা হতাশ হলেও ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে অ্যাতলেতিকো। সমান ম্যাচে ৮৬ পয়েন্টে দুইয়ে রিয়াল মাদ্রিদ ও শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৯০।
বাংলাদেশ সময়: ২২০০ ঘন্টা, মে ১০, ২০১৫
আরএম