ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করা চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করায় লিভারপুলের রীতিমত স্বপ্নভঙ্গই হয়েছে। পরের মৌসুমে তাদের চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে।
এই ম্যাচ জিততে পারলে চার নম্বর অবস্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা কমে চারে নামত। কিন্তু, ড্র হওয়ায় ৩৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ম্যানইউর থেকে ছয় পয়েন্টে পিছিয়ে আছে লিভারপুল।
স্ট্যামফোর্ড ব্রিজে খেলা শুরুর পাঁচ মিনিটেই স্প্যানিশ মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাসের পাস থেকে স্বাগতিকদের লিড এনে দেন ইংলিশ ডিফেন্ডার জন টেরি। পিছিয়ে পড়ায় আক্রমনের গতি বাড়ায় লিভারপুল। কিন্তু, গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলেন কুতিনহো-স্টার্লিংরা।
প্রথমার্ধের এক মিনিট অাগে দলের অন্যতম দুই সেরা তারকার নৈপুণ্যে খেলায় ফেরে অল রেডসরা। ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের অ্যাসিস্ট থেকে সমতাসূচক গোলটি করেন লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ড। দ্বিতীয়ার্ধে দুই দলই লিড নেওয়ার প্রচেষ্টা চালায়। বিশেষ করে, ব্রেন্ডন রজার্সের শিষ্যরাই বেশি মরিয়া ছিল। কিন্তু, নির্ধারিত সময়ে জালের ঠিকানা খুঁজে না পাওয়ায় ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়ে আঠারবারের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘন্টা, মে ১১, ২০১৫
আরএম