ঢাকা: আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে আটকে রাখা যে সম্ভব নয় তা হারে হারে টের পেয়েছিলেন বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে মেসির জাদুতে ৩-০ গোলে হারতে হয়েছিল জার্মান জায়ান্টদের।
ম্যাচ শেষে গার্দিওলা বলেছিলেন, মেসির বিপক্ষে পরিকল্পনা করার মতো কোনো কোচের জন্ম এখনো হয় নি। তাকে নিয়ে পরিকল্পনা করা হয় একরকম, সে খেলে থাকে অন্যরকম। তাকে রোখা এক কথায় অসম্ভব। এ আর্জেন্টাইনকে রুখতে নিপুণ ছক কষলেও তা ব্যর্থ হয়ে যায়।
দলগত নৈপুণ্য প্রদর্শন করেও বার্সেলোনার তারকা মেসিকে নিয়ন্ত্রণে রাখা যায় না এমন মন্তব্য করেছেন ফুটবল বিশ্বের অনেক দক্ষ কোচরা। তাদের সঙ্গে একটু ভিন্নভাবে গলা মেলালেন ইতালির সাবেক তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার জেন্নারো গাট্টুসে।
৩৭ বছর বয়সী এসি মিলানের সাবেক ফুটবলার গাট্টুসে মেসি প্রসঙ্গে বলেন, মেসিকে প্রতিহত করা এককথায় অসম্ভব। আমি জানিনা কি করে মেসির প্রতিপক্ষ দলের কোচরা তাকে নিয়ে পরিকল্পনা আঁটে। কিভাবে তাকে আটকাবেন? ম্যান মার্কিং করেও যদি মেসিকে আটকানো না যায় তবে, তাকে লাথি দিয়ে ফেলে দেওয়া দরকার!
ইউরোপ সেরার টুর্নামেন্টে মেসির গোলসংখ্যা ৭৭টি। চলতি আসরেও শীর্ষে মেসি। ১১ ম্যাচ খেলে তার গোলসংখ্যা ১০টি। আর স্প্যানিশ লা লিগায় মেসির গোলসংখ্যা ৩৬ ম্যাচে ৪০টি।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ১১ মে ২০১৫
এমআর