ঢাকা: বুন্দেসলিগায় সাফল্যের চূড়ায় থাকা বায়ার্ন মিউনিখ হঠাৎই যেন তাসের ঘরের মত ভেঙে পড়েছে। জার্মান লিগে টানা দুই ম্যাচে হারের সঙ্গে চ্যাম্পিয়নস লিগেও বাভারিয়ানদের ভরাডুবি।
গার্দিওলার অধীনে টানা দুই মৌসুম বায়ার্ন লিগ শিরোপা জিতেছে। তবে ইউরোপ সেরার লড়াইয়ে এ স্প্যানিশ ছিলেন পুরোপুরি ব্যর্থ। গত মৌসুমে বায়ার্ন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল। আর এবার শেষ চারের লড়াইয়ে বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে ৩-০তে হেরেছে।
এর আগে রোববার বায়ার্নের সাবেক কিংবদন্তি ফ্রেঞ্জ বেকেনবেওয়ার গার্দিওলার সমালোচনা করে বলেন, গত জানুয়ারিতে জারদান শাকিরির মতো তারকাকে ক্লাবটি ছেড়ে দেওয়ায় এখন মূল্য দিতে হচ্ছে।
আর সাবেক কাতালান কোচের বিপক্ষে এক হাত নিলেন ম্যাথায়াস। এক সাক্ষাৎকারে ম্যাথায়াস বলেন, ‘গার্দিওলা ইতোমধ্যে জানিয়েছে তাদের মৌসুম শেষ। সেই সঙ্গে সে দলে প্রচুর অদল-বদল করছে। তার সময়ে বায়ার্নে খুব বেশি সাফল্য লক্ষ্য করা যায়নি’
গার্দিওলার দলে মূল্যায়ন কমে যাচ্ছে জানিয়ে ম্যাথায়াস আরও বলেন, ‘বেশ কয়েকটি কারণে দলের ফুটবলাররা গার্দিওলার প্রতি বিশ্বাস হারাচ্ছে। এটা দলের জন্য দুঃসংবাদ বয়ে আনবে। ’
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ১১, ২০১৫
এমএমএস