ঢাকা: ওয়েলস তারকা গ্যারেথ বেলকে ২০১৩ সালে রেকর্ড ৮৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদ তাদের দলে ভেড়ায়। দ্রুতগতির ফুটবলার হিসেবে বর্তমান বিশ্বফুটবলে বেলের খ্যাতি ছড়িয়ে পড়েছে।
তবে, চলতি মৌসুমে সমালোচনায় বারবার বিদ্ধ হচ্ছেন ওয়েলস তারকা। দলের সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, সতীর্থদের ঠিকমতো বল পাস দিতে পারছেন না- এমন অনেক সমালোচনা শুনতে হচ্ছে রিয়ালের হয়ে ৫৭ ম্যাচ খেলা বেলকে।
যুক্তরাজ্যের জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘ডেইলি মেইল’ রিয়াল তারকা বেলের সমস্যার কারণ তুলে ধরেছে। তারা জানায়, বেল সতীর্থদের সঙ্গে, কোচিং স্টাফদের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। একমাত্র কারণ হিসেবে ‘ডেইলি মেইল’ জানায়, বেল স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন না।
স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন না বলেই সতীর্থদের সঙ্গে বেল এখনও মানিয়ে নিতে পারেন নি। কোচিং স্টাফদের তার সমস্যার কথা গুছিয়ে বলতে পারেন না।
নিউজ পোর্টালটি আরও জানায়, রিয়ালের গোলমেশিন ক্রিস্টিয়ানো রোনালদো সতীর্থদের সঙ্গে কিছুটা মানিয়ে নিয়ে চলেন। কারণ পর্তুগিজ তারকা অল্প অল্প স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন। ড্রেসিং রুমেও তিনি সেভাবেই চালিয়ে যান। আর কোচের সঙ্গে বেশির ভাগ সময় রোনালদো ইংরেজিতে কথা বলেন।
কিন্তু টটেনহ্যামের হয়ে ১৪৬ ম্যাচ খেলা বেল ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন না জন্যই মাঠে দলের অন্যদের সঙ্গে তার বোঝাপড়াটা ভালো হয় না। আর এ কারণেই তাকে বারবার পিছিয়ে পড়তে হচ্ছে বলে জানায় নিউজ পোর্টালটি।
সম্প্রতি ওয়েলস তারকা বেল স্প্যানিশ একটি রেডিও স্টেশনে ৪০ মিনিটের বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি ইংরেজিতে কথা বলেন, আর রেডিও স্টেশনটি বেলের কথাগুলোকে স্প্যানিশ ভাষায় অনুবাদ করে শ্রোতাদের কাছে পৌঁছে দেয়।
সাউদাম্পটনের সাবেক এ তারকা স্ট্রাইকার ওয়েলসের হয়ে খেলেছেন ৪৯টি ম্যাচ। আর তাতেই গত চারবার একটানা হয়েছেন ওয়েলসের বর্ষসেরা ফুটবলার।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ১১ মে ২০১৫
এমআর