ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ড্র করে মাঠ ছাড়লো চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মে ১২, ২০১৫
ড্র করে মাঠ ছাড়লো চট্টগ্রাম আবাহনী সংগৃহীত

ঢাকা: চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনুষ্ঠিত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী এবং টিম বিজেএমসি। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।



ম্যাচের ৩ মিনিটে এগিয়ে যেতে পারতো টিম বিজেএমসি। কিন্তু প্রতিপক্ষ বক্সে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন ফরোয়ার্ড নাবিব নওয়াজ জীবন। ৬ মিনিটে আবারো একই ভাবে সুযোগ হাতছাড়া করেন এই ফরোয়ার্ড।

১১ মিনিটে বাঁপ্রান্ত থেকে জীবনের ক্রসে বল পেয়ে শট নেন ফরোয়ার্ড জাকির হোসেন জিকো। কিন্তু তার শট খুঁজে পায়নি জালের ঠিকানা।

তবে ২৪ মিনিটে নিজেদের এগিয়ে নেয় চট্টগ্রামের আকাশী জার্সিধারীরা। বক্সের বাইরে থেকে আব্দুল হান্নান রাজুর শট জড়ায় বিজেএমসির জালে (১-০)। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চট্টগ্রাম আবাহনী।

তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বিজেএমসি। ম্যাচের ৫৭ মিনিটে খান মোহাম্মদ তারার গোলে সমতায় ফেরে দলটি (১-১)। নির্ধারিত সময় পর্যন্ত ব্যবধান বাড়াতে পারেনি দুই দলের কেউই।

এই ড্রয়ের ফলে ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী। আর ২ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে টিম বিজেএমসি।

বুধবার পেশাদার লিগে কোন ম্যাচ নেই। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪.৪৫ মিনিটে শেখ জামালের মুখোমুখি হবে ঢাকা আবাহনী।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ১২ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।