ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

মেসি, রোনালদো নিয়ে সুয়ারেজের মন্তব্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, মে ১২, ২০১৫
মেসি, রোনালদো নিয়ে সুয়ারেজের মন্তব্য ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো কে সেরা, এই নিয়ে আলোচনা কম হয়নি। এই বিতর্কের শেষ বোধ হয় কোনো দিনই হবে না।

এবারে নতুন করে উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইজ সুয়ারেজ মেসি আর রোনালদোর প্রসঙ্গে মুখ খুললেন।

আর্জেন্টাইন অধিনায়ক মেসি, নাকি পর্তুগিজ অধিনায়ক রোনালদো-কে সেরা? এমন প্রশ্নের জবাবে কিছুদিন আগে আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা বলেছিলেন, দুই জনই সেরা। তবে, মেসির থেকে রোনালদো একটু বেশিই ভয়ঙ্কর।

ফুটবল বিশ্বে গত প্রায় এক দশকের বিতর্ককে আরেকটু নাড়া দিতে সুয়ারেজ বললেন, মেসি জন্মগত ভাবেই সেরা আর রোনালদো নিজেকে সেরাদের কাতারে নিয়ে যেতে লড়ে যাচ্ছে।

সুয়ারেজ আরও বলেন, মেসি স্বাভাবিক একজন ফুটবলার আর এটাই তার অসাধারণ ফুটবলের বৈশিষ্ট্য। সে বিশ্ব ফুটবলের সেরা একজন খেলোয়াড়। তার জন্মই হয়েছে সেরা ফুটবলার হওয়ার জন্য। আর রোনালদো ফুটবলে সেরা হতে লড়াই করে। দারুণ ভাবে তার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। কিন্তু ক্যারিয়ার শুরুর দিকে সে মেসির মতো সেরাটা নিয়ে আসে নি।

উল্লেখ্য, স্প্যানিশ লা লিগায় মেসি ৩৬ ম্যাচ খেলে গোল করেছেন ৪০টি আর রোনালদো ৩৩ ম্যাচ থেকে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৪২ বার।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ১২ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।