ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

মেসি গোলস্কোরারের চেয়েও বেশি কিছু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, মে ১৯, ২০১৫
মেসি গোলস্কোরারের চেয়েও বেশি কিছু ছবি: সংগৃহীত

ঢাকা: এ মৌসুমটি সফলভাবেই শেষ করতে যাচ্ছে বার্সেলোনা। ইতোমধ্যেই লা লিগার শিরোপা নিশ্চিত করেছে কাতালানরা।

কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিতলেই ট্রেবল জয়ের উদযাপনে মাতবে বার্সা।

দলের সাফল্যের নেপথ্যে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নামটাই সবার আগে উঠে আসে। গোলস্কোরের চেয়েও তার গুরুত্ব বেশি বলে মত দেন দলটির আরেক আর্জেন্টাইন তারকা হাভিয়ের মাশ্চেরানো।

বার্সার হয়ে এ মৌসুমে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচে সমান ৫৪ গোল করেছেন মেসি। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ২৭টি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল পেলেই ১০ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে এককভাবে শীর্ষে উঠে যাবেন।

অবশ্য, লা লিগায় সর্বোচ্চ গোলদাতার দৌড়ে বেশ পিছিয়ে আছেন মেসি। ৪৫ গোল করা রোনালদোকে ছুঁতে হলে মৌসুমের শেষ ম্যাচে মেসিকে আরো চার গোল করতে হবে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের হয়ে পর্তুগিজ তারকা শেষ ম্যাচে গোল পেলে ধরাছোঁয়ার বাইরে থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক।

ইএসপিএন’কে দেওয়া সাক্ষাকারে মাশ্চেরানো বলেন, ‘মেসিকে নিয়ে নতুন করে প্রশংসা করার কিছু নেই। সে একজন পরিপূর্ণ ফুটবলার। শুধুমাত্র গোলস্কোরারই নন, মিডফিল্ডে প্লে-মেকারের ভূমিকাসহ ম্যাচের নিয়ন্ত্রন নেওয়ার ক্ষেত্রে তার জুড়ি নেই। তার দ্বারা সব কিছুই সম্ভব। প্রতিনিয়তই সে আমাদের মুগ্ধ করছে। ’

বার্সার আর্জেন্টাইন মিডফিল্ডার আরও বলেন, ‘পেপ গার্দিওলা কোচ থাকাকালীন মেসিই ছিল মূল গোলস্কোরার। কিন্তু, এখন নেইমার ও লুইস সুয়ারেজ থাকায় সে মিডফিল্ডে নেমে এসেও গুরুত্বপূর্ণ ভূমিকা ‍রাখছে। ’

মেসির সম্ভাব্য পঞ্চম ব্যালন ডি’অর জেতার ব্যাপারেও কথা বলেন মাশ্চেরানো। তার মতে, শুধুমাত্র অধিক সংখ্যক গোল করলেই ব্যালন ডি’অর ট্রফি জেতা যায় না। একজন খেলোয়াড়ের সামগ্রিক পারফরম্যান্স বিবেচনা করেই এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বাংলাদেশস সময়: ১৭৪০ ঘন্টা, মে ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।