ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

আর মাত্র ৩০ দিন

জমজমাট লড়াইয়ের অপেক্ষায় বিশ্বফুটবল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, মে ১১, ২০১৫
জমজমাট লড়াইয়ের অপেক্ষায় বিশ্বফুটবল

ঢাকা: ঘনিয়ে এসেছে বিশ্ব ফুটবলের আরেকটি জমজমাট আসর। আগামী ১১ জুন থেকে চিলিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকান ফুটবলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা কাপ।

আসরটি শেষ হবে ৪ জুলাই।

বিশ্বকাপ ফুটবলের সমাপ্তির পর ফুটবল অনুরাগীরা যখন স্প্যানিশ লা লিগা আর ইউরোপ সেরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দিকে নজর রাখছেন, ঠিক তখনি দক্ষিণ আমেরিকার দেশগুলি তাদের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্টের উপর কড়া দৃষ্টি রেখেছে। আর মাত্র ৩০ দিন পরই তাদের লড়াইয়ে মাঠে নামতে হচ্ছে।

আসন্ন এ প্রতিযোগিতার ৪৪তম আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চিলি মুখোমুখি হবে ইকুয়েডরের। ধারণা করা হচ্ছে এটাই হতে যাচ্ছে টুর্নামেন্টের এযাবৎকালের ইতিহাসের সবচেয়ে তারকা সমৃদ্ধ আসর।

এবারের আসরে মোট ১২টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে। ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক চিলি, মেক্সিকো, ইকুয়েডর আর বলিভিয়া। ‘বি’ গ্রুপে রয়েছে বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে আর জ্যামাইকা। এদিকে ‘সি’ গ্রুপে লড়বে গত বিশ্বকাপের আয়োজক ব্রাজিল, কলম্বিয়া, পেরু আর ভেনেজুয়েলা।

এবারের আসরে মেক্সিকো ও জাপান জাতীয় দলকে প্রাথমিকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানানো হয়। জাপান আমন্ত্রণ প্রত্যাখ্যান করে, যার ফলে চীন জাতীয় দলকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব (এএফসি) একই সময় অনুষ্ঠিত হওয়ায় চীনও তাদের নাম প্রত্যাখ্যান করে। এরপর ঘোষণা করা হয় যে জ্যামাইকা ফুটবল ফেডারেশন তাদের আমন্ত্রণ গ্রহণ করেছে এবং তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

আটটি আলাদা শহরের নয়টি আলাদা স্টেডিয়ামে প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি আয়োজন করবে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

এই প্রতিযোগিতার বিজয়ী দল রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপে অংশগ্রহণের সুযোগ পাবে।

কোপা আমেরিকার আসরে সর্বমোট ১৫বার শিরোপা ঘরে তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে। একটি শিরোপা কম নিয়ে আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় অবস্থানে। ব্রাজিল এ টুর্নামেন্টে আটবার শিরোপা ঘরে তুলে। পেরু আর প্যারাগুয়ে কোপা আমেরিকার শিরোপার স্বাদ নিয়েছে দুইবার করে। একবার করে এ শিরোপার স্বাদ পেয়েছে কলম্বিয়া এবং বলিভিয়া। তবে, ৪৪তম আসরের আগে কোনোবারই চিলি, ইকুয়েডর আর ভেনেজুয়েলা শিরোপার স্বাদ পায়নি।

আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি, ব্রাজিল তারকা নেইমার, স্বাগতিক চিলির অ্যালেক্সিজ সানচেজ, কলম্বিয়ার ফুটবল বিস্ময় জেমস রদ্রিগেজ আর আসরের বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ের এডিনসন কাভানি আসন্ন টুর্নামেন্টে নিজ নিজ দেশের জার্সি গায়ে মাঠ মাতিয়ে রাখবে এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ১১ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।