ঢাকা: দেখে বোঝার উপায় নেই মাঠে খেলছে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। সোমবার (১১ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফরাশগঞ্জের বিপক্ষে ম্যাচে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করেছে ঢাকা আবাহনী লিমিটেড।
ম্যাচ জুড়ে ভুল পাস আর গোল মিসের মহড়ায় ব্যস্ত সময় কাটিয়েছে আকাশী-নীলরা! তাই ম্যাচ শেষে আবাহনীর দর্শকরা বোতল ছুঁড়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
ম্যাচের ৩৫ মিনিটে গোলের একটা দারুণ সুযোগ হাতছাড়া হয় ফরাশগঞ্জের। পোস্টের ২৫ গজ দূর থেকে ফরাশগঞ্জের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরার শট আবাহনীর গোলরক্ষক জিয়াউর রহমান ঝাঁপিয়ে পরে আটকাতে চেষ্টা করেন। বল সাইড বারে ঘেসে মাঠের বাইরে চলে যায়।
তবে প্রথমার্ধের অন্তিম সময়ে একটা সুযোগ সৃষ্টি করেছিল ঢাকা আবাহনীও। এ সময় ঘানাইয়ান ফরোয়ার্ড ওসেই মরিসন বল নিয়ে বক্সে ঢুকে শট নিলেও দক্ষতার সঙ্গেই বল লুফে নেয় প্রতিপক্ষ দলের গোলরক্ষক সুজন চৌধুরী। তাই প্রথমার্ধ শেষে গোলশূন্য ভাবেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ৬৫ মিনিটের মাথায় নাহিদের ক্রসে ফরাশগঞ্জের বক্সে বল পান ওসেই মরিসন। ফাঁকা পোস্টে শট নেন মরিসন, কিন্তু গোলরক্ষক সুজন চৌধুরী তা প্রতিহত করেন। আর ৭৭ মিনিটে ফরাশগঞ্জের নাইজেরিয়ান মিডফিল্ডার উছে ফেলিক্স সতীর্থ একেলে পিটারকে বল দেন। বক্সে দাঁড়িয়ে থাকা মিডফিল্ডার নাজমুল ইসলাম রাসেলকে বল দিলেও তার জোড়ালো শট নিলেও জালের ঠিকানা খুঁজে পায়নি।
শেষ পর্যন্ত ফরাশগঞ্জের সঙ্গে গোলশূণ্য ড্র করে মাঠ ছাড়ে জর্জ কোটনের শিষ্যরা।
এ ড্রয়ের ফলে একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় আবাহনীর। আবাহনী-মোহামেডানের উভয়ের পয়েন্ট ১৪। কিন্তু ড্র করে আবাহনী গোল ব্যবধানে পিছিয়ে পড়ে চতুর্থ অবস্থানেই রয়ে গেল। এ ম্যাচে জয় পেলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও মুক্তিযোদ্ধাকে টপকে দ্বিতীয় অবস্থানে চলে আসার সুযোগ ছিল দলটির।
অপরদিকে ৮ ম্যাচে ফরাশগঞ্জের সংগ্রহ ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে চট্টগ্রাম আবাহনীকে টপকে নবম অবস্থানে চলে এসেছে পুরানো ঢাকার দলটি।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ১১ মে ২০১৫
ইয়া/এমআর