ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার ফলাফল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, মে ১১, ২০১৫
আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার ফলাফল

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং বরিশাল দাবা ক্লাবের আয়োজনে বরিশালের রায় রোডস্থ দানবীর আব্দুল খালেক পাঠাগারে অনুষ্ঠানরত দশম অমৃত লাল দে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ১২জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন।

শীর্ষে রয়েছেন ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, চঞ্চল কুমার ঘোষ, শফিক আহমেদ, মোহাম্মদ এনায়েত হোসেন, মোহাম্মদ সাগর, এস,এ, স্মরন, মোঃ নূরুল ইসলাম মাহিন ও মোহাম্মদ আমির আলী।



সোমবার সকালে দ্বিতীয় ও বিকালে তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডের খেলায় নাসির দেওয়ান শহিদুল আমিনকে, পরাগ আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে, দেবরাজ মোঃ আমিনুল ইসলামমোমসুক, আমিন আকিল হোসেনকে, সাইফুল মোঃ জাকারিয়াকে, চঞ্চল মোকাদ্দেসুর রহমান খানকে, শফিক ভারতের শুভ্রদীপ দাসকে, সাগর শামসুল কবীর চৌধুরীকে, আমির দেওয়ান মোঃ রিয়াদকে, মাহিন আবুল কালাম আজাদ লিলুকে ও স্মরন রিজভী শাহকে পরাজিত করেন। এনায়েত ফয়জুল্লাহ খানের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

এদিকে থাইল্যান্ডের পাতাইয়া শহরে অনুষ্ঠানরত ওয়ার্ল্ড স্কুলস দাবা চ্যাম্পিয়নশিপসের ব্লিৎজ দাবা সোমবার অনুষ্ঠিত হয়েছে। ব্লিৎজ দাবায় ওপেন অনূর্দ্ধ-৭ বছর গ্রুপে সৈয়দ রিদওয়ান ৭ খেলায় ২ পয়েন্ট নিয়ে ২৬তম স্থান এবং ওপেন অনূর্দ্ধ-১১ বছর গ্রুপে রামিন আহমেদ ৭ খেলায় ২ পয়েন্ট নিয়ে ৩৫তম পান। এ ব্লিৎজ ইভেন্টে অনূর্দ্ধ-৭ গ্রুপে ৩০ জন এবং অনূর্দ্ধ-১১ গ্রুপে ৪০ জন খেলোয়াড় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ১১ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।