ঢাকা: বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যেতে হলে বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে অন্তত ৪-০ গোলে জিততে হবে। আর মঙ্গলবার (১৩ মে) রাত পৌনে একটায় ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় এমন কিছুই করার ইঙ্গিত দিলেন দলটির স্ট্রাইকার থমাস মুলার।
পেপ গার্দিওলার শিষ্যরা শেষ চারের প্রথম লেগের খেলায় ক্যাম্প ন্যু’তে ৩-০ গোলের ব্যবধানে হারে। ম্যাচের শেষ দিকে লিওনেল মেসির জোড়া ও নেইমারের একটি গোলে অসাধারণ এ জয় পায় বার্সা।
এদিকে দ্বিতীয় লেগ ঘরের মাঠে হওয়ায় আত্মবিশ্বাসী মুলার বিশ্বাস করেন, বার্সাকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দেবে বায়ার্ন।
এক সংবাদ সম্মেলনে মুলার বলেন, ‘আমি খুব বেশি উৎফুল্ল বা হতাশাগ্রস্থ নই। আমরা নিজেদের সুযোগ কাজে লাগাতে চাই। সবাই আমাদের শক্তিমত্তা সম্পর্কে জানে। আমরা এ ম্যাচকে ঘিরে একটি পরিকল্পনা হাতে নিয়েছি। ’
তিনি আরো বলেন, ‘ক্যাম্প ন্যু’র ম্যাচটি আমাদের জন্য হতাশার ছিল। তবে ফুটবলে যে কোন কিছুই সম্ভব। আমরা পোর্তোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বাজে ভাবে হারলেও পরের লেগে বড় জয়ে সেমি নিশ্চিত করেছিলাম। আর আশা করি আমাদের এবারের পরিকল্পনাটি ভেস্তে যাবে না। ’
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১১, ২০১৫
এমএমএস