ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

বেলজিয়াম ফুটবলে আবারো মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, মে ১১, ২০১৫
বেলজিয়াম ফুটবলে আবারো মৃত্যু

ঢাকা: বেলজিয়াম ফুটবলে আবারো মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির ফুটবল মাঠে দুই সপ্তাহের ব্যবধানে দু’জন মারা গেলেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে সর্বশেষ মারা গেলেন টিম নিকোট।

২৩ বছর বয়সী লেফটব্যাক টিম নিকোট বিয়ারস্কটের হয়ে খেলছিলেন। খেলার সময়ই হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন বেলজিয়ামের চতুর্থ টিয়ারে খেলা নিকোট। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দুই সপ্তাহ আগে ঠিক একই ভাবে মাঠে প্রাণ হারান ২৪ বছর বয়সী গ্রেগোরি মার্টিনেস। তিনিও মাঠে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। দুই সপ্তাহের ব্যবধানে টিম নিকোটের মৃত্যু দেশটির ফুটবলে ব্যাপক হৈচৈ ফেলে দিয়েছে।

তিন বছর আগে ২০১২ সালে এফএ কাপের একটি ম্যাচে ২৩ বছর বয়সী ইংল্যান্ড অনূর্দ্ধ দলের খেলোয়াড় ফ্যাব্রিস মুয়াম্বা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। প্রায় ৭৮ মিনিট তার হৃদপিন্ড বন্ধ থাকার পর অলৌকিকভাবে তিনি বেঁচে যান। পরে চিকিৎসকদের পরামর্শে খেলা ছেড়ে দেন বিভিন্ন ক্লাবের হয়ে ২০১ ম্যাচ খেলা মুয়াম্বা।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ১১ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।