ঢাকা: চলমান পেশাদার লিগে নিজেদের অষ্টম ম্যাচে জয়ে ফিরলো শেখ রাসেল ক্রীড়া চক্র। সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ২-১ গোলে ফেনী সকারকে পরাজিত করে।
মুক্তিযোদ্ধা ও শেখ রাসেল উভয় দলের পয়েন্ট ১৬ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে ২য় অবস্থানে উঠে এসেছে দলটি। ফলে আবাহনী, মোহামেডান ও মুক্তিযোদ্ধাকে টপকে গেল 'বেঙ্গল ব্লুজ' খ্যাত শেখ রাসেল। এ জয়ের ফলে ৮ ম্যাচে রাসেলের সংগ্রহ ১৬ পয়েন্ট, অবস্থান ২য়। আর ফেনী সকার ৮ ম্যাচে সংগ্রহ ৮ পয়েন্ট, অবস্থান অষ্টম।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বেঙ্গল ব্লুজরা। ১৩ মিনিটে ফেনীর ডি বক্সে আকিম সাঈদের শট ফিরিয়ে দেয় গোলরক্ষক, তবে ফিরতি বলে গোল করেন হেমন্ত ভিনসেন্ট (১-০)।

তবে এই লিড বেশী সময় ধরে রাখতে ব্যর্থ হয় শেখ রাসেল। ১৮ মিনিটে রাসেলের ডি বক্সে ফেনীর আবদুল্লাহ আল মামুনকে ফাউল করেন ওয়ালী ফয়সাল। ফলে রেফারি আবদুল হান্নান হলুদ কার্ড প্রদর্শন ও পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে ফেনীকে সমতায় ফেরান জাত্তা মোস্তফা (১-১)। তবে প্রথমার্ধের শেষ সময়ে ফেনী সকারের আরেকটি দলবদ্ধ আক্রমণ রুখে দেয় রাসেলের রক্ষণভাগের খেলোয়াড়গণ। ফলে ১-১ গোলে ড্র করেই বিরতিতে যায় দুই দল।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খানিকটা আক্রমণাত্বক ভঙ্গিতে খেলতে থাকে রাসেল। ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রাসেলের কিংসলে চিগোজি। এ সময় বা প্রান্ত দিয়ে জাহিদ হাসান এমিলির ক্রসে মাথা ছুড়ে ফেনী সকারের জাল কাঁপিয়ে দেয় রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি (২-১)।
আর ৮৮ মিনিটে আরেকটি সহজ সুযোগ হাতছাড়া রাসেল। এসময় কাউন্টার অ্যাটাকে যায় রাসেল, জাহিদ হাসান এমিলির কাছে থেকে বল পেয়ে শট করেন কিংসল চিগোজি। কিন্তু দূর্ভাগ্য তার শট ক্রস বারে লেগে ফিরে আসে। এরপর আর কোন গোল না হওয়ার ফলে নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দ্রাগান দুকানোভিচের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ১১, ২০১৫
ইয়া/এমএমএস