ঢাকা: দেশীয় ফুটবলারদের ক্রীড়া নৈপুন্যে সন্তুষ্ট নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাই বিকল্প পথ বেছে নিতে যাচ্ছে তারা।
এবার হয়তো বিদেশী ফুটলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। আর এ বিষয়টি ক্রুইফ সভাপতিকে জানিয়েছেন। সালাউদ্দিন তাতে সম্মতি জ্ঞাপনও করেছেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন গোলরক্ষক কোচ ক্রিশ্চিয়ান শোয়েচলার ও দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।
কোচ লোডভিক ডি ক্রুইফ কয়েকদিন ধরেই বিদেশী খেলোয়াড়দের নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে খেলার বিষয় নিয়ে কাজ করছেন। সোমবার বৈঠকে তিনি বিষয়টি আবারো উত্থাপন করেন।
তবে বিদেশী খেলোয়াড়কে নাগরিকত্ব দিয়ে খেলাতে হলে ফিফার বেশ কিছু শর্ত মেনে এগিয়ে যেতে হবে বাফুফেকে। আর বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এ বিষয়ে জানিয়েছেন, 'ফিফার নিয়ম অনুযায়ী ভিন্ন দেশের পাসপোর্টধারী কোনো খেলোয়াড়কে বাংলাদেশের হয়ে খেলতে হলে ৪টি শর্ত পূরণ করতে হবে। '
শর্তগুলো হল:
১. সংশ্লিষ্ট খেলোয়াড়কে বাংলাদেশে জন্মগ্রহণ করতে হবে।
২. তার বাবা-মাকে বাংলাদেশী নাগরিক হতে হবে।
৩. তার দাদা-দাদীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
৪. বাংলাদেশে টানা ৫ বছর অবস্থান করতে হবে।
তবে শর্ত অনুযায়ী প্রথম ৩টি শর্ত পূরণ করে দেশের হয়ে খেলবে এমন ফুটবলার আপাতত নেই। তাই বিকল্প হিসেবে নাগরিকত্ব প্রদান করেই টানা ৫ বছর অবস্থানের মধ্যেমে খেলতে পারবেন। তবে দুঃসংবাদ হলো, পেশাদার লিগে খেলছে এমন অনেকেরই ৫ বছর হয়নি। এছাড়া তাদের জাতীয় দলে খেলার ইচ্ছা থাকতে হবে। এমনকি এর আগে তারা অন্য কোনো জাতীয় দলে খেলে থাকলে সেখানে আর খেলবেন না এটি নিশ্চিত করতে হবে।
তবে সুসংবাদ হলো ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া ও জার্মান প্রবাসী রিয়াসাতের মতো বাংলাদেশী বংশোদ্ভুতদের জাতীয় দলে খেলতে কোন সমস্যা হবে না।
এ বিষয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছে বাফুফে কর্তৃপক্ষ। এর আগে বিভিন্ন ক্লাবের হয়ে খেলা বিদেশী খেলোয়াড়রা বাংলাদেশ দলে খেলতে চেয়ে বেশ কয়েকজন ইতিবাচক মনোভাব পোষণ করেছিলেন। তবে সে সময় অনেকেই অর্থনৈতিক নিরাপত্তা ও ফ্ল্যাটের দাবি করেছিলেন।
তাই খুব সহজে যে বিষয়টি সমাধান হচ্ছে না এটি নিশ্চিত। আর যদি এ ধরণের কাজ করতে পারে বাফুফে। তাহলে সত্যি এটি দেশের ফুটবলের জন্য অত্যন্ত মঙ্গলকর হবে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ১১ মে ২০১৫
ইয়া/এমআর