ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্বল সোয়ানসি সিটির কাছে শেষ মুহূর্তের গোলে হেরে অঘটনের শিকার হলো আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামের এ খেলায় টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর হারতে হলো গানারদের।
এদিন খেলার প্রথম থেকেই আক্রমণাত্বক হয়ে খেলতে থাকে আর্সেনাল। তবে টানা সাত বছর পর আর্সেনাল থেকে সোয়ানসিতে যোগ দেয়া পোলিশ গোলকিপার লুকাজ ফ্যাবিয়ানস্কিকে পরাস্থ করতে পারছিলো না ড্যানি, অ্যালেক্সিস সানচেজ, নাচো মনরিয়েল ও থিও ওয়ালকটরা।
খেলার প্রথমার্ধ দু’দলের বেশ কয়েকটি প্রচেষ্টা হলেও তা থেকে গোল আদায় করতে পারেনি কেউ। পরে গোল শুন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে অবশ্য স্বাগতিকরা কিছুটা ধীর গতির ফুটবল খেলে। আর এই সুযোগ কাজে লাগায় সোয়ানসি। ম্যাচের ৮৫ মিনিটে সফরকারী শিবিরের হয়ে গোল করে আনন্দ বইয়ে দেন বাফেতিম্বি গোমেজ।
জেফারসন মোন্তেরোর অ্যাসিস্টে এ ফ্রেঞ্চম্যান শট করলে তা আর্সেনালে গোলকিপর ঠেকিয়ে দিলেও গোল লাইন অতিক্রম করে বল। আর এরই সঙ্গে পুরো স্টেডিয়াম নিরব হয়ে যায়।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
এদিকে এই হারের পরেও লিগ টেবিলের তৃতীয়স্থানে রইল আর্সেনাল। ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট পাওয়া চেলসি ইতোমধ্যে শিরোপা জিতেছে। আর সমান ম্যাচে দ্বিতীয়স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৩।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ১২, ২০১৫
এমএমএস