ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

ব্রাজিল অলিম্পিক স্কোয়াডের কোচও দুঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, মে ১২, ২০১৫
ব্রাজিল অলিম্পিক স্কোয়াডের কোচও দুঙ্গা

ঢাকা: আলেক্সজান্দ্রে গ্যালোর পরিবর্তে আগামী অলিম্পিকে ব্রাজিল ফুটবল দলের কোচের দায়িত্ব পেলেন জাতীয় দলের কোচ কার্লোস দুঙ্গা। এর আগে দুঙ্গা ব্রাজিল দলে প্রথমবার দায়িত্ব নেয়ার পর ২০০৮ সালে অলিম্পিক দলেরও দায়িত্বে ছিলেন।

তবে তার অধীনে বেইজিং অলিম্পিকে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতে সেলেকাওরা।

আগামী ২০১৬ অলিম্পিকটি হচ্ছে ঘরের মাঠে তাই প্রথমবারের মত স্বর্ণ জয়ের ব্যাপারে আশাবাদী ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রায় সব ধরণের শিরোপা জিতলেও এই একটি প্রতিযোগিতার শিরোপা অধরাই রয়ে গেছে সেলেকাওদের।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়, ‘আগামী ২০১৬ অলিম্পিক পর্যন্ত ব্রাজিলের অলিম্পিক দলের দায়িত্ব পালন করবেন দুঙ্গা। ’

২০১২ লন্ডন অলিম্পিকে সাবেক কোচ মানো ম্যানজেসের অধীনে ফাইনালে উঠেছিল ব্রাজিল। তবে নেইমার, থিয়াগো সিলভা ও অস্কারদের নিয়ে গঠিত সে দলটি ফাইনালে মেক্সিকোর কাছে হেরে ‘গোল্ড মেডেল’ হাতছাড়া করে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মে ১২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।