ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

খেলা

মঙ্গলবার ঢাকায় আসছে কিরগিজস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৫, জুন ৮, ২০১৫
মঙ্গলবার ঢাকায় আসছে কিরগিজস্তান

ঢাকা: ফুটবল বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে অংশ নিতে মঙ্গলবার (০৯ জুন) ঢাকায় আসছে কিরগিজস্তান জাতীয় ফুটবল দল।

বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলের দ্বিতীয়পর্বের গ্রুপ 'বি' তে অবস্থান করছে স্বাগতিক বাংলাদেশসহ কিরগিজস্তান, অস্ট্রেলিয়া, জর্ডান ও তাজিকিস্তান।



গ্রুপ পর্বে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে ৮টি ম্যাচ। এর মধ্যে কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ জুন ও তাজিকিস্তানে বিপক্ষে মাঠে নামবে ১৬ জুন। দুটি ম্যাচই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ জুন) ম্যাচের আগের দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরাবে দলটি।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
ইয়া/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।