ঢাকা: পরের মৌসুমেও ট্রেবল জয়ী কোচ লুইস এনরিককে বার্সেলোনায় রেখে দিতে চায় ক্লাব কর্তৃপক্ষ। এমনটি জানিয়েছেন বার্সার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ।
কাতালান ক্লাবটির হয়ে নতুন মৌসুম শুরু করে এনরিক বার্সাকে পাইয়ে দিয়েছেন কোপা দেল রে, স্প্যানিশ লা লিগা আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
ট্রেবল জয়ী এ কোচ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর বলেছিলেন, সত্য কথা বলতে আমার ভবিষ্যৎ অনিশ্চিত। বার্সার কোচের দায়িত্বে থাকতে পারব কিনা তা নিশ্চিত করে বলতে পারছি না।
এর একদিন পরেই বার্সার প্রেসিডেন্ট বার্তোমেউ জানালেন, কোনো কারণ নেই এনরিকের সঙ্গে চুক্তি ভেঙে ফেলার। এ মৌসুমে তিনি আমাদের প্রত্যাশা পূরণ করেছেন। পরের মৌসুমেও দলের জন্য তিনি কাজ করবেন।
এক মৌসুমে এনরিকের শিষ্যরা ৬০টি খেলেছে। এরমধ্যে ৫০টিতেই জিতেছে কাতালানরা।
২০১৪-১৫ মৌসুমে দুই বছরের চুক্তিতে আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনোর স্থলাভিষিক্ত হন এনরিক। এর আগে তিনি ২০০৮-২০১১ পর্যন্ত বার্সেলোনা ‘বি’ দলের কোচের দায়িত্বে ছিলেন। এছাড়াও ২০১১-১২ মৌসুমে ইতালিয়ান ক্লাব রোমা ও ২০১৩-১৪ মৌসুমে স্প্যানিশ ক্লাব সেল্টাভিগোর কোচ ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ০৮ জুন ২০১৫
এমআর