ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

শুভ জন্মদিন ক্লোসা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, জুন ৯, ২০১৫
শুভ জন্মদিন ক্লোসা মিরোস্লাভ ক্লোসা / ছবি : সংগৃহীত

ঢাকা: মিরোস্লাভ ক্লোসা, জার্মান জাতীয় দলের জার্সি গায়ে সব সময় বৃহস্পতি তুঙ্গে তার। ব্যতিক্রম হয়নি ২০১৪ বিশ্বকাপেও।

আজকের এই দিনে (৯ জুন) ৩৭ বছর বয়স্ক এই ফুটবলার জন্মগ্রহণ করেন পোল্যান্ডে। বাবা-মা উভয়ই পেশাদার খেলোয়াড় ছিলেন। বাবা ফুটবলার আর মা ছিলেন হ্যান্ডবল খেলোয়াড়। সেই সুবাদে বাবার পদাঙ্ক অনুসরণ করে তিনি ফুটবলে আসেন।

আন্তর্জাতিক ফুটবলে ক্লোসার অভিষেক হয় ২০০১ সালে আলবেনিয়ার বিপক্ষে। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলের বাবা।

ক্লোসা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা (১৬ টি)। সর্বোচ্চ ১৪ গোলের রেকর্ড ছিল গার্ড মুলারের। যা কিনা ৩২ বছর ধরে টিকে ছিল। কিন্তু ২০০৬ বিশ্বকাপে ১৫ গোল পূরণ করে সে রেকর্ড ভেঙ্গে দেয় ব্রাজিলের রোনালদো। আর ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদোর রেকর্ডটি টিকে ছিল মাত্র আট বছর! মুলারের উত্তরসূরি ক্লোসা ২০১৪ ফুটবল বিশ্বকাপে নিজের ১৬তম গোল করে রোনালদোকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন।
 
২০০১-১৪ সাল পর্যন্ত জার্মানির হয়ে ১৩৭ ম্যাচে ৭১টি গোল করেছেন ক্লোসা। গত বছরের আগস্টে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ৯ জুন ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।