ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

জাপানে এশিয়ান বডিবিল্ডিংয়ে মাহসুদুরের ব্রোঞ্জ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, জুন ৯, ২০১৫
জাপানে এশিয়ান বডিবিল্ডিংয়ে মাহসুদুরের ব্রোঞ্জ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ৫-৮ জুন জাপানের কিতাকিইউশুতে অনুষ্ঠিত হয়েছে ‘৪৯তম এএফবিএএফ এশিয়ান বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ-২০১৫’। এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন থেকে ৪ সদস্যের বডিবিল্ডিং দল জাপান যায়।



বাংলাদেশ দলের পক্ষে রফিকুল ইসলাম (৮০ কেজি), মো. আবু সাঈদ রানা (৭৫ কেজি), মো. মাহসুদুর রহমান প্রতিযোগিতায় অংশ নেন। এদের মধ্যে মো. মাহসুদুর রহমান ক্লাসিক বডিবিল্ডিং ক্যাটাগোরীতে ব্রোঞ্জ পদক জেতেন। এর আগেও তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। গেল বছর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত বডিবিল্ডিং প্রতিযোগিতায় মাস্টার ক্যাটেগোরীতে তিনি পঞ্চম হয়েছিলেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহসুদুর বলেন, ‘বলা হয়ে থাকে বডিবিল্ডিং তরুণদের জন্য। আমার বয়স বর্তমানে ৪৮ এর উপরে। এই বয়সেও শরীর ঠিক রাখা কিছুটা কঠিন। তার উপর ফুল টাইম অফিস করে আমি বডিবিল্ডিং চালিয়ে যাচ্ছি। আর আগেও আমি পদক জিতেছি। তবে এই পদক জেতাটা আমার কাছে ভিন্ন কিছু। সত্যিই অসাধারণ লেগেছে। ’

এবারের প্রতিযোগিতায় ২১টি দেশ অংশ নেয়। তার মধ্যে ছিল বাংলাদেশ, চীন, জাপান, হংকং, কুয়েত, সৌদি আরব, ইরাক, ওমান, ইউএই, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, কোরিয়া ও ফিলিস্তিন। ২১ দেশের মধ্যে বাংলাদেশ ১৭তম হয়েছে। বাংলাদেশের পরে রয়েছে ইয়েমেন, নেপাল ও পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ৯ জুন ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।