ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

১২ জুন অলিম্পিক ডে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, জুন ৯, ২০১৫
১২ জুন অলিম্পিক ডে ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ২৩ জুন সারা বিশ্বব্যাপী অলিম্পিক ডে উদযাপন করা হয়ে থাকে। বিশ্বব্যাপী ২৩ জুন অলিম্পিক ডে পালন করলেও এ বছর বাংলাদেশে অলিম্পিক ডে পালন করা হবে আগামী ১২ জুন।



কারণ, ১৯ জুন হতে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। তাই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আগেই অলিম্পিক ডে রান উদ্যাপনের সিদ্ধান্ত নেয়।

ঢাকাসহ দেশের ৬টি বিভাগীয় শহর চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনা ও সিলেটে অলিম্পিক ডে রান পালন করা হবে। বিওএ’র পক্ষ থেকে প্রতিটি বিভাগকে ১৫ হাজার টি-শার্ট ও ব্যানার সরবরাহ করা হবে। এছাড়া, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অনুকূলে স্পন্সর কোকাকোলার পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ কোমল পানীয় সরবরাহ করবে বিওএ।

ঢাকায় এবারের অলিম্পিক ডে রান র‌্যালিতে ৮ হাজারের অধিক খেলোয়াড়, সংগঠক, ক্রীড়াপ্রেমী জনগণ অংশগ্রহণ করবে বলে আশা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (০৯ জুন) বিওএ ভবনে অলিম্পিক ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিওএর কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

এছাড়াও উপস্থিত ছিলেন বিওএ’র সহ-সভাপতি হারুনুর রশীদ, অলিম্পিক ডে ২০১৫-এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু এবং এসএম ইমতিয়াজ খান বাবুল।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ১২ জুন সকাল ৭টায় অলিম্পিক ডে রান রমনা টেনিস কমপ্লেক্স থেকে শুরু হয়ে মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টন মোড়, বায়তুল মোকারম উত্তর গেট হয়ে জাতীয় ক্রীড়া পরিষদের পশ্চিম গেট দিয়ে প্রবেশ করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মশাল গেটে এসে শেষ হবে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিওএ’র সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, এসবিপি,পিএসপি।

অলিম্পিক ডে রান শেষে অংশ নেয়া প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করবে বিওএ। এছাড়া অংশ নেয়া সবার বিনোদন হিসেবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের অলিম্পিক ডে-এর বাজেট ধরা হয়েছে ১৩ লাখ ২০ হাজার টাকা। যা স্পন্সর প্রতিষ্ঠান থেকে পাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ৯ জুন ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।