ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

বেগম মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা

ভবিনামে, কারাতে ও জুডোতে বাংলাদেশ চ্যাম্পিয়ন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, জুন ৯, ২০১৫
ভবিনামে, কারাতে ও জুডোতে বাংলাদেশ চ্যাম্পিয়ন ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে তিন দিনব্যাপী ‘বেগম ফজিলাতুন্নেসা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা’ মঙ্গলবার (০৯ জুন) শেষ হয়েছে।

এই প্রতিযোগিতায় ভবিনামে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

রানার্সআপ হয়েছে পাকিস্তান। কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রানার্সআপ হয়েছে নেপাল। আর জুডোতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, রানার্সআপ হয়েছে বাংলাদেশের পুলিশ দল।

প্রতিযোগিতার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। আরও উপস্থিত ছিলেন মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি ও যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ৯ জুন ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।