ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

কোপা আমেরিকার আগে চিলিতে ধর্মঘট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, জুন ১০, ২০১৫
কোপা আমেরিকার আগে চিলিতে ধর্মঘট ছবি: সংগৃহীত

ঢাকা: আর মাত্র একদিন। এর পরেই শুরু হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা।

চিলিতে বসছে এর ৪৪তম আসর। কিন্তু, বিশ্বব্যাপী জনপ্রিয় এই টুর্নামেন্ট শুরুর আগে কিছুটা বিপাকে পড়েছে আয়োজকরা।

১২ জুন (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চিলির মুখোমুখি হবে ইকুয়েডর।

উদ্বোধনী ম্যাচ সামনে রেখে চিলির ট্রেনিং কমপ্লেক্সের বাইরে প্রতিবাদ কর্মসূচীসহ মানববন্ধন করেছে শতাধিক শিক্ষক। চিলির প্রেসিডেন্ট মাইকেল বাচেলেট কর্তৃক প্রবর্তিত টিচার্স সংবিঘিকে কেন্দ্র করে ০১ জুন থেকে ব্যাপক ধর্মঘট শুরু হয়। গত বছর অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ শুরুর আগেও ব্রাজিলের জনগণ বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ করে।

মানববন্ধন ও ধর্মঘটে অংশগ্রহণকারীরা আলেক্সিস সানচেজসহ চিলির অন্যান্য তারকা ফুটবলারদের তাদের এই প্রচারণাকে সমর্থন দেওয়ার আহ্বান জান‍ান। শ্রেণীকক্ষের আয়তন কমানো, প্ল্যানিং ও টিচিং টাইম, স্কুলের সময়সূচীতে সামঞ্জস্য আনা, শিক্ষকদের বেতন-ভাতা ও পেনশন সুবিধার সমন্বয়সহ বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে সবাই প্রতিবাদ জানায়।

মূলত, শিক্ষকরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই আন্দোলনে নামেন। সম্মানের সঙ্গে ও ভালোভাবে যেন শিক্ষকতা পেশায় থাকতে পারেন সেটিও তারা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।