ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

জয়ের জন্য লড়বে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, জুন ১০, ২০১৫
জয়ের জন্য লড়বে বাংলাদেশ ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ফিফা র‌্যাংকিংয়ে ১৬৬তম আর কিরগিস্তানের ফিফা র‌্যাংকিংয়ে ১৭৭তম দল। এক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ।

দীর্ঘ ১১ মাসে একটিও আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়নি কিরগিস্তান জাতীয় ফুটবল দল। এমনকি প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মাত্র ৭ দিন। তাই মনে করার কিছুই নেই দলটি দুর্বল।

রাশিয়া, পোল্যান্ড ও জার্মান লিগে খেলা খেলোয়াড় রয়েছে দলটিতে। আর খেলার ধরন অনেকটাই আক্রমণাত্বক। শারিরীক গঠনেও তারা সহজেই টেক্কা দিতে পারবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। ঠিক এমনই একটি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে লাল-সবুজের জার্সিধারীরা।

বৃহস্পতিবার (১১ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় ম্যাচটি মাঠে গড়াবে। বুধবার এ ম্যাচ পূর্ব এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের কোচ লোডভিক ডি ক্রুইফ, অধিনায়ক মামুনুল ইসলাম ও ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। আর কিরগিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন দলটির কোচ অলেকজেন্ডার ক্রেষ্ট্রিনিন, অধিনায়ক আজামত বেইমাতব।        

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল বলেন, প্রীতি ম্যাচের পর আমরা যতদিন ট্রেনিং করেছি খুব উপভোগ করেছি। গত দুটি প্রস্তুতি ম্যাচের ভুলগুলো আর এই ম্যাচে করব না। ম্যাচে আমরা পূর্ণ তিন পয়েন্টের জন্য খেলব। আমরা চেষ্টা করব একটি টিম হয়ে খেলার। দলের সবাই মানসিক এবং শারীরিক ভাবে ভালো আছে।

বাংলাদেশ দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ বলেন, দলে অন্তত এমন ১৩-১৪ জন খেলোয়াড় আছে, যারা ৯০
মিনিট খেলার সামর্থ্য রাখে। এছাড়া মামুনুল, হেমন্তর মতো ভালো মানের খেলোয়াড় দলে খেলছে। ফিফা র‌্যাংকিংয়ে আমরা এগিয়ে আছি, কিন্তু ম্যাচে তিন পয়েন্ট পাওয়াটাই আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ।

ম্যাচে অংশ নিচ্ছেন না তিন ফুটবলার। জাহিদের পাকস্থলির ইনজুরি, রিয়াসাতের পেশীতে ইনজুরি আর কৌশলগত কারণে ওয়াহেদ আহমেদ খেলবেন না।

আর কিরগিস্তান দলের অধিনায়ক আজামত বেইমাতব বলেন, 'বিশ্বকাপ ও এশিয়াকাপ বাছাই পর্বের নতুন ফরমেশন অনুযায়ী খেলতে পেরে আমারা বেশ খুশি। এ ফরমেশনে শক্তিশালী সাথে অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেশ ভালো দল। আর নিজেদের মাটিতে দলটি খেলবে। তাই ভালো করার সুযোগ রয়েছে তাদের সামনে। তাদের বেশ সমীহ করেই খেলব আমরা। '

কিরগিস্তানের কোচ অলেকজেন্ডার ক্রেষ্ট্রিনিন অল্পভাষায় জানিয়ে দিলেন, 'ম্যাচের লড়াইটা হবে জমজমাট। এ ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ন। '

তবে সময়টা বেশ ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। সর্বশেষ ৬ টি আন্তর্জাতিক ম্যাচের ২টিতে জয়, তিনটি হার আর একটি ম্যাচে ড্র করেছে। এমনকি প্রস্তুতি ম্যাচ দুটিতেও ফলাফল সন্তোষজনক নয়। সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলের হার ও আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র। দুটি ম্যাচেই এগিয়ে থেকেও লিড ধরে রাখতে ব্যর্থ হয় মামুনুলরা।

আর এবার প্রতিপক্ষ অনেকটাই শক্তিশালী আর খানিকটা অচেনা। আক্রমণাত্বক ধাঁচে খেলা এ দলটির সাথে তাই সতর্ক থেকেই খেলতে হবে বাংলাদেশকে। ক্রুইফ জানালেন এ ম্যাচের জন্য নতুন ছক কষেছেন তিনি।

এখন দেখার বিষয় আক্রমনাত্বক কিরগিস্তানের বিপক্ষে রক্ষণাত্বক খেলা বাংলাদেশ তাদের খেলার ধরনে কি পরিবর্তন আনে। শেষ সময়ে গোল হজমের অভ্যাস থেকে বের হয়ে নিজেদের মাটিতে কিরগিস্তান বধ করতে পারে কিনা ক্রুইফের শিষ্যরা সেটিও দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ১০ জুন ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।