ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

চ্যাম্পিয়নস লিগ সেরায় বার্সারই ১০ ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, জুন ১০, ২০১৫
চ্যাম্পিয়নস লিগ সেরায় বার্সারই ১০ ফুটবলার

ঢাকা: আরো একটি রোমাঞ্চকর উয়েফা চ্যাম্পিয়নস লিগ মৌসুম শেষ হলো। বার্লিন ফাইনালে জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে পঞ্চমবারের মত এ টুর্নামেন্টের শিরোপা ঘরে তুললো বার্সেলোনা।

আর ইউরোপ সেরার এ লড়াই শেষে উয়েফা এ মৌসুমের সেরা স্কোয়াড ঘোষণা করলো।

উয়েফা ট্যাকনিক্যাল পর্যবেক্ষকদের গড়া এ স্কোয়াডে আধিপত্য বিস্তার করেছেন লুইস এনরিকের শিষ্যরা। ১৮ সদস্যের এ দলে ১০ জনই কাতালান ক্লাবটির ফুটবলার। পাঁচজন রয়েছেন রানারআপ দল জুভেন্টাস থেকে। আর দু’জন আরেক রিয়াল মাদ্রিদের। প্রিমিয়ার লিগের চেলসির হয়ে আছেন একজন।

এ মৌসুমে ট্রেবল জয় করা বার্সার তিন সেরা স্ট্রাইকার লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার জায়গা করে নিয়েছেন আক্রমণ ভাগে। তবে স্ট্রাইকিং পজিশনে আরো রাখা হয়েছে রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জুভি ফরোয়ার্ড আলভেরো মোরাতা।

চ্যাম্পিয়নস লিগ স্কোয়াড:

গোলকিপার: মার্ক-আন্দ্রে টার স্টেগেন(বার্সা) ও জিয়ানলুইজি বুফন(জুভি)।

ডিফেন্ডার: জেরার্ড পিকে, জাভিয়ার মাশ্চেরানো ও জর্দি আলবা(বার্সা), জিওর্জিও চিলেল্লিনি(জুভি) ও ব্রানিস্লাভ ইভানোভিচ(চেলসি)।

মিডফিল্ডার: ইভান রাকিটিচ, সার্জিও বুসকেটস ও আন্দ্রেস ইনিয়েস্তা(বার্সা), ক্লাউদিও মার্সেসিও ও আন্দ্রে পিরলো(জুভি) ও টনি ক্রস(রিয়াল)।

স্ট্রাইকার: লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার(বার্সা), ক্রিস্টিয়ানো রোনালদো(রিয়াল) ও আলভেরো মোরাতা(জুভি)।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।