ঢাকা: মহিলা হ্যান্ডবল লিগ শেষ হয়েছে বুধবার। শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার ফোরের শেষ খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ২৮-১৮ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারায়।
বিজয়ী দল প্রথমার্ধে ১৫-১০ গোলে এগিয়ে ছিল। মেরিনারের পক্ষে গুরমিল ১৪ ও সানজিদা ৭ এবং মোহামেডানের পক্ষে ডালিয়া ও নিশি যথাক্রমে ৭টি করে গোল করেন। সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করে মেরিনার চ্যাম্পিয়ন এবং ৬ পয়েন্ট পেয়ে মোহামেডান রানার্সআপ হয়। চ্যাম্পিয়ন দলের ভারতীয় হ্যান্ডবলার গুরমিল সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ. কে. এম. নূরুল ফজল বুলবুলের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের এডিশনাল আই জি (স্পেশাল ব্রা ) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এছাড়া অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) এবং লিগ কমিটির চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, লিগ কমিটির ভাইস চেয়ারম্যান গোলাম হাবিব, ফেডারেশনের সহ-সভাপতি কামরুন নাহার ডানা, সহ-সভাপতি হাসান উল্লাহ খান রানা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, সহকারী সাধারণ সম্পাদক ও লীগ কমিটির সম্পাদক এস. এম. খালেকুজ্জামানসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ১০, ২০১৫
ইয়া/এমএমএস