ঢাকা: কাবাডি স্টেডিয়ামে চলমান ‘মিজান ফর্টিফাইড পাম অলিন আন্তঃজেলা ও জাতীয় কাবাডি প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্বে উত্তীর্ন হয়েছে ঢাকা ও সিলেট জেলা।
বুধবারের খেলায় সিলেট জেলা ২টি লোনাসহ ২৯-২৬ পয়েন্টে ঢাকা জেলাকে, কুমিল্লা জেলা ৩টি লোনাসহ ৪১-৪০ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে, টাঙ্গাইল জেলা ২টি লোনাসহ ৩০-১৭ পয়েন্টে যশোর জেলাকে হারায়।
প্রথম সেমিফাইনালে সিলেট জেলা ২টি লোনাসহ ৩২-১৬ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা জেলা ২১-১৭ পয়েন্টে টাঙ্গাইল জেলাকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় পল্টন কাবাডি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ১০ জুন ২০১৫
ইয়া/এমএমএস