ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

কর ফাঁকির অভিযোগে বিচারের সম্মুখীন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, জুন ১০, ২০১৫
কর ফাঁকির অভিযোগে বিচারের সম্মুখীন মেসি

ঢাকা: কর ফাঁকির অভিযোগে লিওনেল মেসি ও তার বাবা জর্জ মেসি বিচারের সম্মুখীন হচ্ছেন। এ ব্যাপারে তারা  আপিল করলেও তাদের আবেদন খারিজ করে দেওয়া হয়।



বার্সেলোনার কোর্ট জানিয়েছে ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত মেসি ও জর্জ ৪.১ মিলিয়ান ইউরো কর ফাঁকি দিয়েছেন। এদিকে মেসি অবশ্য জানিয়েছেন তিনি তার আর্থিক দিকগুলো দেখাশুনা করেন না।
 
মেসি ও তার বাবা ব্যাপারগুলো অস্বীকার করলেও কোর্টোর বিচারক জানিয়েছেন, মেসি বিষয়টি জানতেন এবং তার অনুমোদন নেয়ার প্রয়োজন ছিল। তাই এ মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া যাবে না।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।