ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে লজ্জা দিল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, জুন ১১, ২০১৫
বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে লজ্জা দিল যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপ জয়ের পর খুব একটা ফর্মে নেই জার্মানি। সর্বশেষ শক্তিশালী এ দলটিকে হারতে হলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ ব্যবধানে হারিয়ে জয় উৎসব করে হেইন্নের্গিএতদিওনে অতিথি হিসেবে খেলতে আসা যুক্তরাষ্ট্র।

এ ম্যাচে শুরুটা অবশ্য দারুণ করে জার্মানি। প্রথম থেকে আক্রমণে থাকা জোয়াকিম লো’র শিষ্যরা ম্যাচের ১২ মিনিটেই সাফল্য পায়। প্রায় মধ্যমাঠ থেকে যুক্তরাষ্ট্রের তিন ডিফেন্ডারকে কাটিয়ে প্যাট্রিক হারম্যান বল বাড়িয়ে দেন মারিও গোতজের দিকে। গোলরক্ষককে একা পেয়ে জার্মানির হয়ে লিড নিতে ভুল করেননি ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে গোল করা বায়ার্ন মিউনিখ তারকা গোতজে।

লিড নেয়ার পর ম্যাচের প্রথমার্ধ প্রায় নিজেদের নিয়ন্ত্রণে রাখে জার্মানি। আরো বেশ কয়েকটি বড় আক্রমণে যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

তবে ম্যাচের ৪১ মিনিটে দারুণ এক সুযোগ পেয়ে তা থেকে গোল করে সমতায় ফেরে সফরকারীরা। মাইকেল ব্র্যাডলির অ্যাসিস্টে গোলরক্ষককে বোকা বানিয়ে সমতাসূচক গোলটি করেন মাইকেল দিসকেরুদ। পরে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে অবশ্য ব্যবধান বাড়াতে মরিয়া জার্মানি আরো কয়েকটি আক্রমণ চালায়। তবে আক্রমণে পিছিয়ে ছিলেন না জারগেন ক্লিনসম্যানের শিষ্যরাও।

এদিকে ম্যাচের শেষ দিকে এসে জার্মানির ডিফেন্সকে ব্যস্ত রাখে যুক্তরাষ্ট্র। এরই সুবাদে খেলার ৮৭ মিনিটে দলের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয়সূচক গোল করেন ববি উড। ব্র্যাড ইভানসের সহায়তায় দারুণ কৌশলে গোল করেন তিনি (২-১)। সেই সঙ্গে থেমে যায় স্বাগতিক সমর্থকদের গর্জন।  

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মেসুত ওজিলরা।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।