ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

ফিফা প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চান জিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, জুন ১১, ২০১৫
ফিফা প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চান জিকো ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের সাবেক ফুটবল তারকা আর্থার অ্যান্টিউনস কোইমব্রা জিকো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-ফিফার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

সম্প্রতি পঞ্চম বারের মতো সেপ ব্লাটার ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চারদিন পর তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

দুর্নীতির বোঝা মাথায় নিয়ে ব্লাটার পদত্যাগ করায় ৬২ বছর বয়সী জিকো এক সংবাদ সম্মেলনে তার এ আগ্রহের কথা জানান।

বুধবার (১০ জুন) রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

১৯৯৮ সাল থেকে ফিফার প্রেসিডেন্টের পদে ছিলেন ৭৯ বছর বয়সী সুইজারল্যান্ডের নাগরিক ব্লাটার। তবে, ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চারদিন পরে ব্লাটার তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

তার কিছুদিন পরেই সাবেক ব্রাজিলিয়ান তারকা ফুটবলার জিকো ফিফার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার এ আগ্রহ পোষণ করলেন।

ফিফার নানা দুর্নীতির কর্মকাণ্ড প্রসঙ্গে ব্রাজিলের রিওডি জেনেরিওতে সংবাদ সম্মেলনে জিকো বলেন, ‘আজ ফুটবলে যা ঘটছে তা আমাদের ক্রীড়াঙ্গনের জন্য খুবই দুঃখজনক। আমি মনে করি, ফিফার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে আমার অভিজ্ঞতা এবং জ্ঞান কাজের লাগানোর চেষ্টা করা উচিৎ। এটা আমার দায়িত্ব। ’

জিকো ব্রাজিলের ফুটবল ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়। ১৯৭৮, ১৯৮২ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপের আসরে সেলেকাওদের হয়ে মাঠ মাতিয়েছেন। এবার তিনি ফুটবলের সর্বোচ্চ সংস্থার দায়িত্ব নিয়ে বিশ্বফুটবল মাতাতে চান।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুন ১১, ২০১৫
টিআই/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।