ঢাকা: স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেও বাজে সমস্যায় পড়তে চলেছে বার্সেলোনা। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে স্প্যানিশ জায়ান্টদের বিরুদ্ধে।
মৌসুমের শেষ ম্যাচে ড্র করলেও বার্সা সর্বোচ্চ ৯৪ পয়েন্ট নিয়ে লিগের শিরোপা জিতে নেয়। দুই পয়েন্ট কম নিয়ে কাতালানদের পরেই অবস্থান করে রিয়াল মাদ্রিদ।
এদিকে, ৩৪ পয়েন্ট নিয়ে শেষ ম্যাচে নেমেছিল দেপোরতিভো। ড্র করার সুবাদে এক পয়েন্ট পাওয়ায় তারা রেলিগেশন এড়িয়ে পরের মৌসুমেও লা লিগায় সরাসরি অংশ নিতে পারবে। ২০ দলের মধ্যে শেষ তিনটি দল পরের মৌসুমে অংশ নিতে সেকেন্ড ডিভিশনে লড়বে। শেষ তিনটি দলের মধ্যে রয়েছে এইবার, আলমেরিয়া এবং কর্দোভা। তাদের এ মৌসুমে অর্জিত পয়েন্ট যথাক্রমে ৩৫, ৩২ এবং ২০।
রেলিগেশনের ঝামেলা থেকে কোনো রকমে বেঁচে যাওয়া দেপোরতিভোর ডিফেন্ডার আলবার্তো লোপোর করা একটি মন্তব্য থেকে লিগ কমিটি ম্যাচটি নিয়ে তদন্ত করবে বলে জানিয়েছে।
দেপোরতিভোর ফুটবলার আলবার্তো বলেন, আমি ম্যাচ চলাকালীন বার্সার ফুটবলার জাভিকে বলেছি, খেলাটা যেন ধীরগতিতে চলে। ম্যাচটি ড্র হলে দুই দলের জন্যই ভালো হবে।
আর তার এ মন্তব্যের পরই লিগ কমিটি ফিক্সিংয়ের বিষয়টি মাথায় রেখে ম্যাচটি নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেয়।
বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে প্রায় ৯৪ হাজার দর্শকের উপস্থিতিতে কাতালানরা ২-০ গোলে এগিয়ে থাকে। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে দলকে লিড পাইয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন এ তারকা।
২-০ তে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে দেপোরতিভো-বার্সা। ম্যাচের ৬৭ মিনিটে লুকাসের গোলে ব্যবধান কমায় কাতালানদের মাঠে খেলতে যাওয়া দেপোরতিভো। আর ৭৬ মিনিটের মাথায় দিয়েগো সালোমাওয়ের গোলে সমতায় ফেরে অতিথিরা। ম্যাচ শেষে ২-২ গোলের ড্র নিয়ে আর এক পয়েন্ট বাড়িয়ে নিয়ে পরের মৌসুমে সরাসরি অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করে দেপোরতিভো।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ১১ জুন ২০১৫
এমআর