ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

কোপা আমেরিকা

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চিলি-ইকুয়েডর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, জুন ১১, ২০১৫
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চিলি-ইকুয়েডর ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের প্রায় এক বছর পর আবারো ফুটবল বিশ্ব মেতে উঠবে কোপা আমেরিকার ছন্দে। কোপা আমেরিকা-২০১৫’র পর্দা উঠবে বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৫টায়, চিলির সান্তিয়াগোতে।

প্রথম ম্যাচে স্বাগতিক চিলির প্রতিপক্ষ ইকুয়েডর।  

এর আগে চিলি-ইকুয়েডর ৫০ বার মুখোমুখি হয়েছে। ২৭ বার জয় পেয়েছে চিলি। তবে এবার পরাজয়ের কথা ভুলে জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামবে ইকুয়েডর। কারণ দলটির তারকা ফুটবলার ইনার ভ্যালেন্সিয়া আছেন দুর্দান্ত ফর্মে।

কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশনের একটি নিয়মিত ফুটবল প্রতিযোগিতা। মজার বিষয় হচ্ছে, ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আগে এ টুর্নামেন্ট চালু হয়। ৪৪তম আসরে উরুগুয়ে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে।

১৯১৬ সালে চালু হওয়া এই টুর্নামেন্ট ১৯৭৫ সালে কোপা আমেরিকা নাম ধারণ করে। ১৯১০ সালে এই প্রতিযোগিতাটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল।   বর্তমানে ১২টি দেশের অংশগ্রহণে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিন্তু দক্ষিণ আমেরিকা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা ১০টি বলে বাকি দুই দেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এ পর্যন্ত সর্বাধিক ১৫ বার উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়।

মোট ১২টি দল তিন গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ৪ জুলাই এর ফাইনাল। এবারের আসরে চিলির ৮ শহরের ৯টি স্টেডিয়ামে লাতিন আমেরিকার ১০টি দলের সঙ্গে অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে মেক্সিকো ও জ্যামাইকা।

গ্রুপ 'এ' তে আছে চিলি, মেক্সিকো, বলিভিয়া, ইকুয়েডর। 'বি' গ্রুপে আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও জ্যামাইকা। গ্রুপ 'সি' তে রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলা।

গ্রুপ 'এ' তে চিলি, মেক্সিকো, বলিভিয়া, ইকুয়েডর রসায়নটাও জমবে বেশ। কারণ শক্তির বিচারে দলগুলো প্রায় সমানে সমান। চারবার ফাইনালে খেলা চিলি শিরোপার স্বাদ পায়নি একবারও। তাই এবার ঘরের মাটিতে সানচেজরা যে কোন মূল্যে শিরোপার স্বাদ নিতে প্রস্তুত। আর বলিভিয়া এ আসরের একবার শিরোপা জেতা দল। ইকুয়েডর তো ব্রাজিল বিশ্বকাপেই তাদের শক্তির নমূনা দেখিয়েছে। দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ভ্যালেন্সিয়াও রয়েছেন দারুণ ফর্মে। আর ভালো-মন্দের অপূর্ব মিশেলে গড়া মেক্সিকো চমক দেখাতে পারে এবারও।

ওদিকে সহজেই বোঝা যাচ্ছে, গ্রুপ 'বি'  হচ্ছে কোপার সবচেয়ে কঠিন গ্রুপ। কারণ, ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে আছে একই গ্রুপে। আর বিশ্বকাপ থেকে শুরু করে কোপা আমেরিকা সবসময়ই যে কোন বড় দলের জন্য আতঙ্কের নাম প্যারাগুয়ে আছে এ গ্রুপে। তবে বিশ্ব ক্রীড়াঙ্গনে জ্যামাইকা দৌড়ের জন্য যতটা বিখ্যাত। ফুটবলে তারা সে তুলনায় অনেকটাই নবীন। তাই উরুগুয়ে-আর্জেন্টিনা-প্যারাগুয়ে এই তিন দলের মধ্যেই মূল লড়াই হবে।

দুর্দান্ত ফর্মে থাকা মেসির আর্জেন্টিনার যেন প্রস্তুত হয়ে আছে শিরোপার স্বাদ পেতে। আর ফোরলান-সুয়ারেজ ছাড়া উরুগুয়ে আছে খানিকটা সমস্যায়। তাই আক্রমণভাগ সামলানোর গুরু দায়িত্ব থাকবে পিএসজি তারকা এডিনসন কাভানির উপর। ‘বি’ গ্রুপে ১৩ জুন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশন।

তবে, 'সি' গ্রুপে চোখ রাখতেই হবে সবার। কারণ হট ফেভারিট ব্রাজিল ছাড়াও কলম্বিয়া খেলবে এই গ্রুপে। বিশ্বকাপের দু:খ ভুলতে ব্রাজিলের সামনে এবার কোপা আমেরিকা। তাই আটবারের চ্যাম্পিয়নদের তুরুপের তাস নেইমারও প্রস্তুত শিরোপার স্বাদ নিতে।

ফ্যালকাও-রদ্রিগেজদের নিয়ে গড়া কলম্বিয়াও ছেড়ে কথা বলবে না। আসরের 'ডার্ক হর্স' হতে পারে দলটি। অপর দুই দল পেরু ও ভেনেজুয়েলাকে খাটো করে দেখার উপায় নেই। গত আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পেরু ৪-১ গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করে। ১৪ জুন ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।  

এখন দেখার বিষয়, শেষ হাসি হাসবে কে? ব্রাজিল-আর্জেন্টিনা নাকি সবচেয়ে বেশি শিরোপা জেতা উরুগুয়ে। তবে রদ্রিগেজ-ফ্যালকাওয়ের কলম্বিয়াকে বাদ দিয়ে এবছর হিসেব কষতে পারছে না ফুটবল প্রেমীরা।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ১১ জুন, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।