ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

ফিফা পরিচালকের পদ ছাড়লেন ওয়াল্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, জুন ১১, ২০১৫
ফিফা পরিচালকের পদ ছাড়লেন ওয়াল্টার ওয়াল্টার ডি গ্রিগোরিও

ঢাকা: ফিফা’র কমিউনিকেশন্স এন্ড পাবলিক অ্যাফেয়ার্সের পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়াল্টার ডি গ্রিগোরিও। তবে, এ বছরের শেষ পর্যন্ত পরামর্শক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।



২০১১ সালের সেপ্টেম্বরে ফিফার গভর্নিং বডিতে যোগ দেন ওয়াল্টার। বিগত বছরগুলোতে তিনি কঠোর পরিশ্রম করেন বলে নিশ্চিত করেন ফিফার মহাসচিব জেরোম ভালকে। ‘আমি আনন্দিত যে, বছরের শেষ পর্যন্ত ওয়াল্টারের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারব। গত চার বছর যাবৎ তিনি অবিশ্বাস্যভাবে কঠোর পরিশ্রম করে গেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। ’

নতুন পরিচালক হিসেবে ওয়াল্টারের স্থলাভিষিক্ত হবেন তারই সহকারী নিকোলাস মেইনগট।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুন ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।