ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

২২ বছরের দুঃখ ভুলতে চান মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, জুন ১২, ২০১৫
২২ বছরের দুঃখ ভুলতে চান মেসি লিওনেল মেসি

ঢাকা: শুরু হয়েছে কোপা আমেরিকার জমজমাট লড়াই। এবারের আসরে ফেভারিট হিসেবে মাঠে নামছে আর্জেন্টিনা।

দীর্ঘ ২২ বছরের কোপা আক্ষেপ ভুলতে চান আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টিনা ১৯৯৩ সালে শেষবারের মতো কোপা আমেরিকার শিরোপার স্বাদ নিতে পেরেছিল। এরপর ২২ বছর কেটে গেলেও কোপা আমেরিকার শিরোপায় হাত রাখতে পারেনি আলবিসেলেস্তেরা। তবে, ৪৪তম কোপা আমেরিকার আসরে শিরোপা ঘরে নিয়ে সে দুঃখ ভুলতে চান মেসি।

বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ী মেসি বলেন, আমরা অনেক দীর্ঘ সময় ধরে কোপা আমেরিকার শিরোপা জিততে পারিনি। যদিও দারুণ কিছু আর্জেন্টাইন ফুটবলার চেষ্টা করেছেন কোপা শিরোপার জন্য। এবারও আমরা কোপা আমেরিকার শিরোপা জেতার সে মিশনেই এসেছি।

আর্জেন্টিনার জার্সি গায়ে ৯৭ ম্যাচ খেলা মেসি বলেন, আমরা ব্রাজিলে গিয়েছিলাম বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে। সেখানে সফল হইনি। বিশ্বকাপ আমাদের এখন অতীত। এখন আমাদের প্রধান লক্ষ্য কোপা আমেরিকা।

২৭ বছর বয়সী আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর কোপা আমেরিকার আসর নিয়ে বলতে গিয়ে আরও যোগ করেন, আর্জেন্টিনা এবং ব্রাজিল এ আসরে ফেভারিট হিসেবে শুরু করছে। তবে, বিশ্বকাপে কলম্বিয়ার তাদের শক্তিমত্তা দেখিয়েছে। উরুগুয়ের রয়েছে বিশ্বসেরা কিছু ফুটবলার। আর আয়োজক দেশ হিসেবে স্বাগতিক চিলিকে শিরোপার মিশন থেকে দূরে রাখা যায় না। এই চারটি দল বাদেও যারা এখানে অংশ নিচ্ছে সবারই সুযোগ থাকবে শিরোপা জয়ের।

১৩ জুন (শনিবার) দিবাগত রাত সাড়ে তিনটায় প্যারাগুয়ের বিপক্ষে মেসি বাহিনী কোপা আমেরিকা জয়ের মিশনে মাঠে নামবে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ১২ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।