ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

রোববার আসছে তাজিকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, জুন ১৩, ২০১৫
রোববার আসছে তাজিকিস্তান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপ-২০১৮ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে রোববার ঢাকায় পা রাখবে তাজিকিস্তান জাতীয় ফুটবল দল। বিকেল সাড়ে ৫টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছে বাফুফে কর্তৃপক্ষ।



ক্রুইফের শিষ্যদের মোকাবেলা করতে আসছে ‘দ্য ক্রাউন’ খ্যাত তাজিকিস্তান। দলটির ১৩৯তম ফিফা র‌্যাঙ্কিং আর বাংলাদেশের র‌্যাঙ্কিং ১৬৬। তাজিকিস্তান র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে ২৭ ধাপ। বোঝাই যাচ্ছে, দলটি আমাদের থেকে বেশ শক্তিশালী।

এ পর্যন্ত বাংলাদেশ ও তাজিকিস্তান ফিফা স্বীকৃত ৬ ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। তাজিকিস্তান জিতেছে ৪ ম্যাচ, বাংলাদেশ ১টি। ড্র হয়েছে একটি ম্যাচ।

বাংলাদেশ যে ৬ বার তাজিকিস্তানের মুখোমুখি হয়েছে তার চারটিই বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ। সর্বশেষ ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপে তাজিকিস্তানকে ২-১ গোলে হারায় বাংলাদেশ।

এখন দেখার বিষয় ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারে কিনা বাংলাদেশ। কারণ এ দুটি হোম ম্যাচের উপর নির্ভর করছে বিশ্বকাপ নয় এশিয়াকাপে বাংলাদেশ দলের ভাগ্য।
 
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জর্ডান, তাজিকিস্তান ও কিরগিজস্তান। প্রতিটি দল হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে ৮টি করে ম্যাচে অংশ নিচ্ছে। এর আগে বাংলাদেশ ফুটবল দল তাদের প্রথম ম্যাচে গত ১১ জুন কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে পরাজিত হয়।

মঙ্গলবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ-২০১৮ ও এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে সফরকারীদের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুন ১৩ ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।