ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

ফাইনালে মুখোমুখি সেনাবাহিনী-ফ্লেইম বয়েজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, জুন ১৩, ২০১৫
ফাইনালে মুখোমুখি সেনাবাহিনী-ফ্লেইম বয়েজ ছবি: সংগৃহীত

ঢাকা: ‘ডায়মন্ড মেলামাইন ফেডারেশন কাপ রাগবি প্রতিযোগিতা’র ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব। রোববার বিকেল সাড়ে ৪টায় পল্টন ময়দান মাঠে তারা ফাইনালে মোকাবেলা করবে।



শনিবারের বাংলাদেশ সেনাবাহিনী ৪৩-০ পয়েন্টে বাংলাদেশ এ্যামেচার রাগবি ক্লাবকে হারিয়ে ফাইনাল ওঠে। অপর ম্যাচে ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব ১৭-১০ পয়েন্টে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারায়।
 
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করবেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত থাকবেন  নারায়ন চন্দ্র দেবনাথ (পরিচালক ক্রীড়া) জাতীয় ক্রীড়া পরিষদ।   

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।