ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

হ্যাটট্রিকে উল্লসিত রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, জুন ১৪, ২০১৫
হ্যাটট্রিকে উল্লসিত রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো

ঢাকা: ইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ হ্যাটট্রিকের সুবাদে আর্মেনিয়ার বিপক্ষে ৩-২ গোলের জয় পায় পর্তুগাল। রিয়াল মাদ্রিদের হয়ে এমন পারফরম্যান্স হরহামেশাই করলেও জাতীয় দলের ব্যাপারটা ভিন্ন।

তার ওপর বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। তাইতো হ্যাটট্রিক করায় রোনালদো নিজেই উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রথমে অবশ্য স্বাগতিক আর্মেনিয়া লিড নেয়। এর পরেই রোনালদো ম্যাজিক। ২৯, ৫৫ ও ৫৮ মিনিটে তিনি হ্যাটট্রিক পূরণ করেন। ৭২ মিনিটে স্বাগতিকরা ব্যবধান কমালেও নির্ধারিত সময় শেষে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা। এ জয়ের ফলে ডেনমার্কের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে গ্রুপ ‘এল’র শীর্ষে উঠে পর্তুগিজরা।

রোনালদো তার টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও ম্যাসেজ পোস্ট করে নিজের অনুভূতি ব্যক্ত করেন। ‘অসাধারণ মুহূর্ত। ফ্রান্সে আগামী বছরের টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আমরা কোয়ালিফাই পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। ’

রিয়াল তারকা আরও উল্লেখ করেন, ‘জাতীয় দলের হয়ে অসাধারণ মুহূর্তটি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমরা কোয়ালিফাই পর্বের গুরুত্বপূর্ণ ধাপ পার হয়েছি। ’

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে বাছাপর্বের পরবর্তী ম্যাচে আলবেনিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এর পরের মাসে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবেন পেপে-নানি-রোনালদোরা।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।