ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

বেগমগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, জুন ১৪, ২০১৫
বেগমগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: বঙ্গবন্ধু শেখ মজিব গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার বেগমগঞ্জ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বালক বিভাগে জমিদারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

একই সঙ্গে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মজিব গোল্ডকাপে ফুটবল প্রতিযোগিতার বালিকা বিভাগে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।



রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার চৌরাস্তা সংলগ্ন সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে এ দুইটি ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ক্ষুদে ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেন- প্রধান অতিথি গ্লোব গ্রুপ অব কোম্পানির পরিচালক ও বিশিষ্ট ব্যাংকার আলহাজ খালেদ সাইফুল্যাহ।

উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা, আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আবদুল জলিল, কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঊষা রঞ্জন পাল, প্রধান শিক্ষক আইয়ুব উল্যাহ ভূঁইয়া, শরীয়ত উল্যাহ ও শিক্ষক আবদুল আলিম প্রমুখ।

এর আগে, বালক বিভাগের ফাইনাল খেলায় জমিদারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হাজীপুর এ মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও বালিকা বিভাগে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে মিরওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন- বালক বিভাগে জমিদারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিয়াদ হোসেন ও বালিকা বিভাগে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিবি খাদিজা।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।