ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

রিয়ালের কোচ হতে প্রস্তুত নন জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, জুন ১৫, ২০১৫
রিয়ালের কোচ হতে প্রস্তুত নন জিদান জিনেদিন জিদান

ঢাকা: রিয়ালের নতুন কোচ নির্ধারণ নিয়ে নাটক তো আর কম হয়নি। শেষ পর্যন্ত সম্ভাব্য কোচের দৌড়ে থাকা রাফায়েল বেনিতেজের সঙ্গে তিন বছরের চুক্তি করে স্প্যানিশ জায়ান্টরা।

এর আগে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হওয়ার জন্য  জিনেদিন জিদানের নামটিও উঠে আসে। তবে, ফ্রেঞ্চ কিংবদন্তি বলছেন অন্য কথা।

এক সাক্ষাৎকারে জিদান বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিল্লার কোচ হিসেবেই থাকতে চাই। আনচেলত্তির পরিবর্তে রিয়ালের মূল দলের কোচ হওয়ার ইচ্ছা ‍আমার ছিল না। তার জন্য আমি প্রস্তুতও নই। ’

সাবেক রিয়াল তারকা আরও বলেন, ‘এ মুহূর্তে রিয়ালের কোচ হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। ব্যাপারটি শুনতে ভালো লাগলেও বাস্তব প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। এটি নিয়ে ভাবার সময় এখনো আসেনি। কাস্তিল্লার কোচের দায়িত্বটা অব্যাহত রাখতে চাই। ’

অবশ্য, ভবিষ্যতে রিয়ালের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন জিদান। ‘একজন কোচ কখনোই পুরোপুরি প্রস্তুত থাকে না। সবুজ সংকেতের জন্য যদি অপেক্ষা করি তাহলে কখনোই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানো যাবে না। আমি নিজের মতো করে এগিয়ে যাব। তবে, রিয়ালের মতো ক্লাবের কোচ হতে আমার আরও সময় লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।