ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

নকআউট পর্বে জার্মানি আর নরওয়ের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, জুন ১৬, ২০১৫
নকআউট পর্বে জার্মানি আর নরওয়ের মেয়েরা ছবি : সংগৃহীত

ঢাকা: ফিফা নারী বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি ও নরওয়ে। পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করতে জার্মানি ৪-০ গোলে থাইল্যান্ডকে এবং নরওয়ে ৩-১ গোলে আইভোরিকোস্টকে হারিয়েছে।



প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা নরওয়ের নারী ফুটবলাররা দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন। ম্যাচের ষষ্ঠ মিনিটে হ্যাগেরবার্গের গোলে লিড নেয় নরওয়ে। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন তিনি। আর দলের তৃতীয় গোলটি ম্যাচের ৬৭ মিনিটের মাথায় করেন গুলব্রান্দসেন। তবে, ৭১ মিনিটে আইভোরিকোস্টের হয়ে একমাত্র গোলটি করে ব্যবধান কমান এনগুয়েসান।

অপর ম্যাচে থাইল্যান্ডকে দাঁড়াতেই দেয় নি ফেভারিট জার্মানি। দলের হয়ে জোড়া গোল করেন লিনা পিটারম্যান। ম্যাচের ৫৬ ও ৫৯ মিনিটে গোল করেন তিনি। এছাড়া ২৪ মিনিটের মাথায় লিউপোলজ আর ৭৩ মিনিটে সারা ডাব্রিটজ বাকি গোল দুটি করেন।

দিনের অপর দুটি ম্যাচে গ্রুপ ‘এ’তে থাকা চীন নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে আর নেদারল্যান্ডস কানাডার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ১৬ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।