ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

চ্যাম্পিয়নদের বিপক্ষে পরিসংখ্যানে মেসিরাই এগিয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, জুন ১৬, ২০১৫
চ্যাম্পিয়নদের বিপক্ষে পরিসংখ্যানে মেসিরাই এগিয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: ১৯৯৩ সালের পর বড় কোন টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলতে পারেনি আর্জেন্টিনা। সেবার মেক্সিকোকে ২-১ ব্যবধানে হারিয়ে সর্বশেষ কোপা আমেরিকার ট্রফি জিতেছিল আলবেসেলিস্তারা।

মাঝে ২২ বছর কেটে গেলেও এবারের দলটিকে আসরের ফেভারিট তকমাই দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা।

তবে আসরে গ্রুপ ‘বি’তে থাকা শক্তিশালী দলটি নিজেদের প্রথম ম্যাচে ভালো খেলেও শেষ পর্যন্ত প্যারাগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে জেরার্ডো মার্টিনোর শিষ্যদের ভালই পরিক্ষা দিতে হবে। কারণ প্রতিপক্ষ দলটি যে, উরুগুয়ে! কোপা আসরের সর্বোচ্চ ১৫বারের চ্যাম্পিয়ন অস্কার তাবারেজের শিষ্যরা। সেই সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়নও দলটি।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে মাঠে লড়তে হবে লিওনেল মেসির দলকে। ১৭ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপের রানার্সআপরা।

এদিকে এ ম্যাচের আগে অবশ্য উরুগুয়ের বিপক্ষে পরিসংখ্যানে বেশ এগিয়ে আর্জেন্টিনা। প্রতিবেশি দেশটির বিপক্ষে দুইবারের বিশ্বকাপ জয়ী দলটি এখন পর্যন্ত ১৮০বার মুখোমুখি হয়েছে। যা দলটির প্রতিপক্ষ দল হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ।

দু’দলের এ লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে ৮২বার। ড্র হয়েছে ৪৪বার। আর উরুগুয়ে জিতেছে ৫৪বার। সর্বশেষ পাঁচবারের সাক্ষাতেও আলবেসেলিস্তারা এগিয়ে। মেসিরা জিতেছেন তিনবার আর হেরেছে দুটিতে।

উরুগুয়ে অবশ্য কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে। দুর্বল জ্যামাইকার বিপক্ষে ১-০ জিতে মাঠ ছাড়ে লুইস সুয়ারেজ বিহীন উরুগুয়ে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।