ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

গণবিশ্ববিদ্যালয়ে আন্তঃব্যাচ ফুটবলে চ্যাম্পিয়ন ২৫তম ব্যাচ

গণবিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, জুন ১৭, ২০১৫
গণবিশ্ববিদ্যালয়ে আন্তঃব্যাচ ফুটবলে চ্যাম্পিয়ন ২৫তম ব্যাচ

গণবিশ্ববিদ্যালয়: সাভারের গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ আয়োজিত আন্তঃব্যাচ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচ।
বুধবার (১৭ জুন) বিকেলে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।



ফার্মেসি বিভাগের আয়োজনে খেলাটি গত বুধবার (১০ জুন) শুরু হয়।

খেলায় ২৮তম ব্যাচকে ৬-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ২৫তম ব্যাচ। ২৫তম ব্যাচের পক্ষে মো. আসাদুজ্জামান ৩ গোল ও মো. রবিউল ইসলাম ৩ গোল করে বেস্ট খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। অপরদিকে ২৮তম ব্যাচের পক্ষে জাহিদ একটি গোল করেন।

এছাড়া উদীয়মান খেলোয়াড় হন ২৮তম ব্যাচের মহসিন ও ২৭তম ব্যাচের এলাহী। ‘বেস্ট’ গোলরক্ষক হিসেবে ২৮তম ব্যাচের জিনিথ ও ২৫তম ব্যাচের আসাদ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন। তাছাড়া পরিচ্ছন্ন ফাউলবিহীন খেলা খেলার জন্য ২৪তম ব্যাচকে ‘বেস্ট’ দলের ট্রফি তুলে দেওয়া হয়।
বিজয়ীদেরে হাতে পুরস্কার তুলে দেন ফার্মেসি বিভাগের শিক্ষক সামিউল হক অতনু।

এ সময় সামিউল হক অতনু বলেন-“কমিটিকে(২২তম ব্যাচ) ধন্যবাদ এ রকম একটি খেলা আয়োজনের জন্য যা এর আগে কখনও ফার্মেসি বিভাগে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসএন/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।