ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

ঢাকায় অষ্ট্রেলিয়ার ফুটবল ম্যানেজার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, জুন ১৮, ২০১৫
ঢাকায় অষ্ট্রেলিয়ার ফুটবল ম্যানেজার ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বে আগামী ৩ সেপ্টেম্বর অষ্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরপর অ্যাওয়ে ম্যাচ খেলতে ১৭ নভেম্বর ঢাকায় আসবে অষ্ট্রেলিয়া।



হাতে এখনও অনেক সময়। কিন্তু দলটি যে বাছাইপপর্বে এশিয়ার জায়ান্ট খ্যাত অষ্ট্রেলিয়া। তার আগেই বাংলাদেশে তাদের সফরের খোঁজ খবর নিতে ঢাকায় এসেছেন অষ্ট্রেলিয়া জাতীয় দলের  ম্যানেজার জোয়েল ফ্রেমি।

বৃহস্পতিবার (১৮ জুন) বাফুফে ভবনে জোয়েল ফ্রেম জানালেন, 'ঢাকায় এসেছি এখানকার হোটেল ও আনুসাঙ্গিক সুযোগ সুবিধাগুলো দেখতে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে জেনেছি এখানে সব রকম সুযোগ সুবিধাই আছে। তাই হোটেল নিয়ে চিন্তিত নই। '

তিনি আরো জানালেন, 'ড্রেসিংরুম, মাঠসহ হোটেল থেকে আসা যাওয়ার রাস্তার কি অবস্থা এসবও দেখতে এলাম। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।