ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

বাংলাদেশের জয়ে টিএসসিতে আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৭, জুন ১৯, ২০১৫
বাংলাদেশের জয়ে টিএসসিতে আনন্দ মিছিল ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতকে পরাজিত করায় আনন্দ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে বিজয়ের কিছুক্ষণ পরেই বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে আসে শিক্ষার্থীরা।



এ সময় বাংলাদেশের পতাকা হাতে নিয়ে টাইগারদের শুভ কামনা জানিয়ে নানা রকম স্লোগান দেয় তারা। পরে রাজু ভাস্কর্যের সামনে এক সংক্ষিপ্ত পথ সভাও করে শিক্ষার্থীরা।

বাংলাদেশের সঙ্গে ভারতের তিন ম্যাচের ওয়ানডে খেলা বৃহস্পতিবার শুরু হয়েছে মিরপুর জাতীয় স্টেডিয়ামে। প্রথম দিনেই ৭৯ রানে ভারতকে পরাজিত করেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।