ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

খেলা

আর্জেন্টিনাকে ‘বিরক্তিকর’ বললেন কোচ মার্টিনো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, জুন ২১, ২০১৫
আর্জেন্টিনাকে ‘বিরক্তিকর’ বললেন কোচ মার্টিনো ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ দুর্বল জ্যামাইকার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে আসরে হট ফেভারিট আর্জেন্টিনা শেষ পর্যন্ত ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে।

আর খেলা শেষে দলের এমন ঘাম ঝড়ানো ম্যাচটিকে ‘বিরক্তিকর’ বললেন কোচ জেরার্ডো মার্টিনো।

গ্রুপ পর্বে অবশ্য আলবেসেলিস্তারা শীর্ষ থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ভিনা দেল মারেতে গঞ্জালেস হিগুইনের একমাত্র গোলে জয় পায় দলটি। তবে মার্টিনো জানিয়েছেন, তার শীষ্যরা এখোনো নিজেদের সেরাটা দিতে পারেনি।

ম্যাচ শেষে মার্টিনো বলেন, ‘আমাদের খেলায় উদাসীনতা ছিল। এই ম্যাচটি ছিল প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচের মত। তবে আমরা অনেক সুযোগ পেয়েও তা নষ্ট করেছি। আমাদের ছেলেরা অবশ্যই সেরা ফুটবলার। ’

তিনি ‍আরো বলেন, ‘আমি মনে করি প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। খেলার প্রথমেই গোল করেছে ছেলেরা। সেই সঙ্গে আরো চার থেকে পাঁচটি সুযোগও তৈরি করেছে। তবে খেলার দ্বিতীয়ার্ধে ছেলেরা বাজে খেলেছে। যা ছিল একরকম বিরক্তিকর। ’

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।